TRENDING:

এই দীপাবলী জওয়ানদের উৎসর্গ করা হোক: মন কী বাত-এ বললেন মোদি

Last Updated:

যাদের জন্য আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারি, সেই জওয়ানদেরই এবছরের দীপাবলি উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যাদের জন্য আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারি, সেই জওয়ানদেরই এবছরের দীপাবলি উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন কী বাত-এর ২৫তম শোয়ে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে ভারতীয় জওয়ানদেরও বিশেষ শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷
advertisement

এদিনের অনুষ্ঠানে উরির নিহত ১৯ জওয়ান সহ পাক সেনার গুলিতে শহীদ বাকি জওয়ানদের শ্রদ্ধা জানিন তিনি ৷ অনুষ্ঠান মঞ্চ ইসলামাবাদের উদ্দেশ্য কড়া বার্তা দেন মোদি ৷

দীপাবলির সম্বন্ধে বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘অন্ধকার শেষে আলোয় ফেরার উৎসব দীপাবলি ৷ এই দিনে অশুভ শক্তি বিনাশ শেষে শুভ শক্তির উদয় ঘটে ৷ এখন দীপাবলি গোটা বিশ্বে উদযাপিত হয় ৷ সব উৎসবই কিছু না কিছু শেখায় ৷’

advertisement

আজকের মন কী বাত আক্ষরিক অর্থে দেশের জওয়ানদের উদ্দেশ্যে সমর্পিত ছিল ৷ নিজের রেডিও শোয়ে ভারতীয় সেনার সাহসিতার ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, ‘এই দীপাবলী জওয়ানদের উৎসর্গ করা হোক ৷ ভারতীয় সেনার সাহসিকতাকে স্যালুট ৷ দেশবাসী আমাদের সেনার জন্য গর্বিত ৷’ তিনি আরও বলেন, ‘বায়ুসেনা থেকে শুরু করে নৌ সেনা, অসম রাইফেলস থেকে শুরু করে বিএসএফ সমস্ত সেনা জওয়ানরা তাদের দায়িত্ব বীরত্বের সঙ্গে পালন করছেন বলেই আমরা সুরক্ষিত ৷ আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারছি ৷ ’

advertisement

দীপাবলি শুধু ভারতেই নয় আন্তর্জাতিক মঞ্চেও পরিচিত উৎসব ৷ মোদি এই শোয়ে জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও দীপাবলি পালন করছেন ৷

এই রেডিও অনুষ্ঠান থেকেই আরও একবার কন্যাসন্তানদের এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ ‘বেটি বাঁচাও’ নিয়ে মোদি এদিন বলেন, ‘ছেলে ও মেয়ের বিভেদ ভুলতে হবে ৷ সমস্ত ঐতিহ্য ও সংস্কার দূরে থাকুক ৷ সমান চোখে দেখতে হবে মেয়েদের ৷ তাহলেই আমরা দ্রুত এগিয়ে যাব ৷’

advertisement

আগামীকাল সরকারের তরফ থেকে দেশজুড়ে বল্লভভাই পটেল ও ইন্দিরা গান্ধি স্মরণ করা হবে বলেও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুই রাষ্ট্রনায়কের জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে তাদের কৃতিত্বকেও স্মরণ করা হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

অনুষ্ঠানের পর হিমাচলের কিন্নৌর জেলায় সুমডোয় জওয়ানদের সঙ্গে দীপাবলি শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সুমডোয় ITBP, সেনা ও ডোগরা স্কাউটদের সঙ্গে সাক্ষাতে দীপাবলি শুভেচ্ছা দেন প্রধানমন্ত্রী মোদি ৷ একই সঙ্গে চাংডো গ্রামে পাহাড়ি আদিবাসীদের সঙ্গে দেখা করেও দীপাবলি শুভেচ্ছা বিনিময় করেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এই দীপাবলী জওয়ানদের উৎসর্গ করা হোক: মন কী বাত-এ বললেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল