TRENDING:

NEP2020: মার্কশিট পড়ুয়াদের কাছে প্রেসারশিট, নতুন শিক্ষানীতির লক্ষ তা তুলে দেওয়া: মোদি

Last Updated:

কেন্দ্রের নতুন শিক্ষা নীতি অনুযায়ী স্কুল ছাত্রদের পাঠ্যক্রম ২০২২ সালের মধ্যে শুরু করে দেওয়ার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রের নতুন শিক্ষা নীতি অনুযায়ী স্কুল ছাত্রদের পাঠ্যক্রম ২০২২ সালের মধ্যে শুরু করে দেওয়ার উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হবে৷ একই সঙ্গে নয়া শিক্ষানীতিতে মার্কশিটের ভূমিকা তুলে দেওয়ার পক্ষেও জোর দিলেন তিনি৷
advertisement

প্রধানমন্ত্রীর কথায়, 'মার্কশিট ক্রমেই প্রেসারশিটে পরিণত হয়েছে৷ এবং পরিবারের কাছে প্রেস্টিজ (সম্মান) শিটে পরিণত হয়েছে৷ নয়া শিক্ষানীতিতে মার্কশিট ব্যবস্থা তুলে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে৷' তিনি জানান, ন্যাশনাল এডুকেশন পলিসি সিলেবাস কমিয়ে দেবে৷ ছাত্র-ছাত্রীরা মজার ছলে পূর্ণ অভিজ্ঞতায় শিক্ষাগ্রহণ করবে৷ নতুন পাঠ্যক্রম ২০২২ সালের মধ্যেই কার্যকর হয়ে যাবে৷ কারণ ওই বছরেই ভারত স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবে৷

advertisement

শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের আয়োজিত 'স্কুল এডুকেশন কনক্লেভ'-এ মোদি জানান, নতুন শিক্ষানীতি হবে বাস্তবসম্মত ও বৈজ্ঞানিক৷ পড়ুয়াদের স্কিল, চিন্তাশক্তি, উদ্ভাবনী ক্ষমতা, কমিউনিকেশন ও জানার ইচ্ছে বাড়াবে৷ নতুন শিক্ষানীতির কার্যকর করা নিয়ে দেশ-বিদেশের শিক্ষক-শিক্ষিকাদের থেকে ১৫ লক্ষ পরামর্শ পেয়েছে কেন্দ্র৷ MyGov পোর্টালে শীঘ্রই তা আপলোড করা হবে৷

পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষায় পড়াশোনার বিষয়ে মোদির বক্তব্য, ভাষা তো শুধু শিক্ষার একটি মাধ্যম মাত্র৷ শিক্ষা নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এর আগে গত সোমবার শিক্ষানীতিতে সরকারের হস্তক্ষেপ যতটা সম্ভব কম হওয়া উচিত মত প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মোদি বলেন, 'দেশের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য শিক্ষানীতি ও শিক্ষা ব্যবস্থা জরুরি৷ কেন্দ্র, স্থানীয় প্রশাসন-সহ সবাই শিক্ষা ব্যবস্থার দায়িত্বে রয়েছে৷ কিন্তু এটাও ঠিক, শিক্ষানীতিতে সরকারের নাক গলানো বা বেশি পরিমাণে হস্তক্ষেপ উচিত নয়৷ বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি যেমন দেশের, সরকারের নয়, তেমনই শিক্ষানীতিও দেশের জন্যই৷ সবাই এর দায়িত্বে৷ তাই এই নীতি কার্যকর করার জন্য সকলের একসঙ্গে দায়িত্ব নেওয়া উচিত৷'

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
NEP2020: মার্কশিট পড়ুয়াদের কাছে প্রেসারশিট, নতুন শিক্ষানীতির লক্ষ তা তুলে দেওয়া: মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল