পহেলগাঁওতে ২৬ পর্যটকের উপর নির্বিচারে হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের কার্যকলাপের বদলা নিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। পাকিস্তানের মাটিতে থাকা ৯ জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পরেই ভারত-পাকিস্তান সম্পর্ক ঠেকে তলানিতে। ভারতে হামলা করার চেষ্টা করে পাকিস্তানি সেনা।
advertisement
সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে পাকিস্তানের মদত করছে তুর্কি। অভিযোগ, তুরস্কের ড্রোন ব্যবহার করেই ভারতে হামলা চালায় পাকিস্তান। এই অভিযোগে তুর্কি বয়কটের ডাক দেয় একাধিক মহল। তুরস্ক এবং তার পণ্য বয়কট করার দাবি উঠছে। তুরস্কের পর্যটনেও বয়কটের আহ্বান দেয়। দেশজুড়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় তুর্কির বিরুদ্ধে।
আরও পড়ুন: ২০০ নয়, ১০০ নয়, ১০ টাকাও নয়…গোটা চিকেন বার্গারের দাম মাত্র ১ টাকা! কোথায় মিলছে জানেন?
এর মাঝেই ‘মন কি বাতে’ দেশের পর্যটনের কথা উল্লেখ্য করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘”এই প্রচারের পর, সারা দেশে ‘ভোকাল ফর লোকাল’ এর প্রতি একটি নতুন উদ্দীপনার ঢেউ দেখা যাচ্ছে। কিছু উদাহরণ সত্যিই হৃদয় ছুঁয়ে গিয়েছে। কিছু পরিবার প্রতিশ্রুতি দিয়েছে ‘আমরা আমাদের পরবর্তী ছুটি দেশের একটি সুন্দর জায়গায় কাটাব’। অনেক তরুণ তরুণী ‘ভারতে বিয়ে’ করার সংকল্প নিয়েছে। তারা দেশে বিয়ে করবে,” প্রধানমন্ত্রী মোদী বলেছেন।