প্রধানমন্ত্রীর এদিনের কথায় বারংবার এল নারীশক্তির প্রসঙ্গ। প্রধানমন্ত্রী বলেন, ‘‘ ‘আজ ভারতের নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে উন্নতির নতুন উচ্চতা স্পর্শ করছে। আজ প্রতিটি গ্রামে ড্রোন দিদির আলোচনা হচ্ছে। নমো ড্রোন দিদি এখন সবার মুখে মুখে। এই নমো ড্রোন দিদি হয়ে উঠছে দেশের কৃষিকে আধুনিক করার এক বড় মাধ্যম।’ তিনি আরও বলেন, ‘‘রাসায়নিক পদার্থের কারণে আমাদের মাতৃভূমি যে দুর্ভোগ, যে যন্ত্রণা ভোগ করছে। আমাদের মাতৃভূমিকে বাঁচাতে বড় ভূমিকা পালন করছে দেশের মাতৃশক্তি।’’
advertisement
ডিজিটাল গ্যাজেটের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘আপনি কি কল্পনা করতে পারেন যে ডিজিটাল গ্যাজেট এখন বন্য প্রাণীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করছে। আপনি জেনে খুশি হবেন যে আমাদের দেশের বিভিন্ন অংশে বন্যপ্রাণী সংরক্ষণের জন্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।’’
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন যে আগামী তিন মাস ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করা হবে না। লোকসভা নির্বাচনের কারণেই এই অনুষ্ঠান আগামী তিন মাস বন্ধ থাকবে বলে জানালেন তিনি। আগামী মাসেই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে নির্বাচনী আচরণবিধি। তাই লোকসভা ভোটের আগে আজ রবিবারই ছিল মোদির ‘মন কি বাত’ এর শেষ সম্প্রচার।