TRENDING:

শিশুদের লজেন্সেও কর নিত কংগ্রেস! নতুন GST কাঠামো ঘোষণার পরই তীব্র আক্রমণ মোদির! লক্ষ্য কি বিহার ভোট?

Last Updated:

Prime Minister Narendra Modi Attack Congress On GST: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিএসটি কাউন্সিলের পরোক্ষ কর ব্যবস্থার ঐতিহাসিক সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন, একইসঙ্গে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিএসটি কাউন্সিলের পরোক্ষ কর ব্যবস্থার ঐতিহাসিক সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন, এবং একে “পরবর্তী প্রজন্মের সংস্কার” বলে অভিহিত করেছেন। তিনি এই সংস্কারকে ‘জিএসটি ২.০’ বলে উল্লেখ করেন এবং বলেন, এই পরিবর্তন ঘরোয়া বাজেট, ছোট ব্যবসা এবং শিল্পের জন্য স্বস্তি বয়ে আনবে। একইসঙ্গে জিএসটি সংস্কার নিয়ে কংগ্রেসকে আক্রমণ করতেও ছাড়েননি মোদি।
News18
News18
advertisement

এই প্রসঙ্গে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, “কংগ্রেস সরকার প্রয়োজনীয় জিনিসের উপরেও কর বসিয়ে সাধারণ মানুষের খরচ বাড়িয়ে দিয়েছিল। এমন অবস্থা করেছিল যা কেউ ভুলতে পারবে না। টুথপেস্ট, সাবান, মাথার তেলে ২৭ শতাংশ কর নিত। খাবার থালা, কাপ প্লেটের মত জিনিসে ১৮ থেকে ২৮ শতাংশ পর্যন্ত কর আরোপ করেছিল। এমনকি শিশুদের টফির উপরেও ২১% কর নেওয়া হত। আমি যদি এমন কিছু করতাম, তাহলে ওরা আমার চুল ছিঁড়ে ফেলতেন।”

advertisement

এছাড়াও নিজের বক্তব্যে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি সাইকেল, সেলাই মেশিন, হোটেল ভাড়া ট্য়াক্সের প্রসঙ্গও তুলে আনেন। কংগ্রেস সরকার একেবারেই সাধারণ মানুষের কথা ভাবত না বলেও জানিয়েছেন মোদি। এই সকল বিষয়ে এখন থেকে মাত্র ৫ শতাংশ কর দিতে হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

advertisement

আরও পড়ুনঃ রোহিত-বিরাটের পর অবসর ঘোষণা আরও এক ভারতীয় তারকার! থামল ২৫ বছরের যাত্রা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মোদি দাবি করেন, এই জিএসটি সংস্কার স্বাধীন ভারতের অন্যতম বৃহৎ আর্থিক সংস্কার। তিনি বলেন, “আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে এই দীপাবলি নিয়ে আসবে দ্বিগুণ উপহার। লোকেরা নবরাত্রির প্রথম দিন থেকেই এর সুফল পেতে শুরু করবে। ধনতেরস হবে আরও আনন্দময়।” প্রধানমন্ত্রী আরও বলেন,”সরলীকৃত কর কাঠামো শুধুমাত্র নাগরিকদের ওপর বোঝা কমাবে না, বরং চাহিদা বাড়াবে এবং অর্থনীতিকে শক্তিশালী করবে।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শিশুদের লজেন্সেও কর নিত কংগ্রেস! নতুন GST কাঠামো ঘোষণার পরই তীব্র আক্রমণ মোদির! লক্ষ্য কি বিহার ভোট?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল