রবিবার রাজ্যজুড়ে টেট দিচ্ছেন তিন লক্ষ দশ হাজারেরও বেশি পরীক্ষার্থী। জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষা শুরু আড়াই ঘণ্টা আগে থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। রবিবারের টেট-কে কেন্দ্র করে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: সাংসদদের ‘হোম টাস্ক’ দিয়ে দিলেন মমতা! অভিষেকের উপস্থিতিতেই সংসদে দাঁড়িয়ে বিশেষ নির্দেশ
advertisement
জানা গিয়েছে, দু’টি পর্যায় নিরাপত্তা বলয় অতিক্রম করেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। প্রথম পর্যায়ে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, দ্বিতীয় পর্যায়ে ফ্রিস্কিং করা হবে পরীক্ষার্থীদের। তবেই পরীক্ষার্থীরা ঢুকতে পারবেন পরীক্ষাকেন্দ্রে। মহিলারা শাঁখা-পলা বা মঙ্গলসূত্র পরে থাকলেও তা ভাল করে চেক করতে হবে। ‘ধাতু’ জাতীয় কোনও জিনিস থাকলে, তা ভিতরে নিয়ে ঢোকা যাবে না।
আরও পড়ুন: ‘দিদি আপনার পা কেমন আছে?’, দেখা হতেই প্রথম প্রশ্ন মোদির, মমতাকে ঘুরিয়ে দেখালেন দফতরও
অন্যদিকে, টেটের দিন অতিরিক্ত পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রোর নর্থ সাউথ লাইন। ১৩০ টির জায়গায় মোট ২৩ টি সার্ভিস চালাবে মেট্রো। সকাল ৯ টার পরিবর্তে ৬:৫০ থেকেই দমদম এবং কবি সুভাষ থেকে চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। ৭:০০ টা থেকে দক্ষিণেশ্বর মেট্রো থেকে পরিষেবা পাবেন যাত্রীরা। যদিও অপরিবর্তিত থাকতে চলেছে দিনের শেষ মেট্রোর সময়।