TRENDING:

Primary School : ১ জন ছাত্র এবং ১ জন শিক্ষক, তবুও রোজ চলে এই প্রাথমিক স্কুল

Last Updated:

Primary School : গত দু’ বছর ধরে এই স্কুলে একজন ছাত্রকে পড়িয়ে আসছেন একজনই শিক্ষক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গণেশপুর : বিন্দু বিন্দু মিলেই যে সিন্ধু হয়, সে কথা আরও এক বার প্রমাণ করল মহারাষ্ট্রের এক প্রাথমিক স্কুল৷ শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই বিদ্যালয়টি খোলা আছে শুধুমাত্র একজন পড়ুয়ার জন্যই। তাকে পড়ান একজনই শিক্ষক। জেলা পরিষদ পরিচালিত এই প্রাথমিক স্কুলটি আছে ওয়াসিম জেলার সবথেকে ছোট গ্রাম গণেশপুরে৷ এই গ্রামে জনসংখ্যা মাত্র ১৫০৷ গত দু’ বছর ধরে এই স্কুলে একজন ছাত্রকে পড়িয়ে আসছেন একজনই শিক্ষক৷
গত দু’ বছর ধরে এই স্কুলে একজন ছাত্রকে পড়িয়ে আসছেন একজনই শিক্ষক
গত দু’ বছর ধরে এই স্কুলে একজন ছাত্রকে পড়িয়ে আসছেন একজনই শিক্ষক
advertisement

শিক্ষকের নাম কিশোর মানকর৷ সবেধন নীলমণি ছাত্রকে সব বিষয়ই পড়ান তিনি৷ জানিয়েছেন, ‘‘এই স্কুলে গত দু’বছর ধরে একজনই নথিভুক্ত ছাত্র আছে৷ আমি স্কুলের একমাত্র শিক্ষক৷’’ গ্রামের জনসংখ্যা মাত্র ১৫০ বলেই পড়ুয়া একজন বলে জানান তিনি৷ গত দু বছর ধরে গ্রামে প্রাথমিকে পড়ার মতো বয়সে কোনও শিশু পৌঁছয়নি৷ ফলে স্কুলে পড়ুয়ার সংখ্যাও বাড়েনি৷ স্কুলে শিক্ষকও তিনিই একজন থেকে গিয়েছেন৷

advertisement

আরও পড়ুন :  অনলাইনে লুডো খেলতে গিয়ে পরিচয়, প্রেমিকের টানে অবৈধ উপায়ে ভারতে পাকিস্তানি কিশোরী, সংসার ফেলে ধৃত দুজনেই

সেরা ভিডিও

আরও দেখুন
এ যেন 'মেঘভাঙা' বৃষ্টি! হাসিমারায় পরিস্থিতি খারাপ, 'লাল চোখ' দেখাচ্ছে তোর্ষা
আরও দেখুন

একজন শিক্ষক হয়ে সামলান কী করে? কিশোর মানকর জানিয়েছেন, ‘‘সকাল ১০-৩০ থেকে ১২ পর্যন্ত আমি সব নিয়ম পালন করি৷ তার মধ্যে আছে জাতীয় সঙ্গীত গাওয়াও৷ তার পর শুরু হয় পঠনপাঠন৷ কিশোরই তাঁকে সব বিষয় পড়ান৷ পড়াশোনার পাশাপাশি স্কুলে মিড ডে মিল-ও দেওয়া হয় সরকারি নিয়ম মেনে৷ সেটার দায়িত্বও পালন করেন কিশোর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Primary School : ১ জন ছাত্র এবং ১ জন শিক্ষক, তবুও রোজ চলে এই প্রাথমিক স্কুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল