অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি রাসায়নিক কারখানা থেকে বৃহস্পতিবার রাতে বিষাক্ত গ্যাস নিঃসৃত হয়ে এক শিশু-সহ মৃত্যু হয়েছে আট জনের। ঘটনার জেরে আশে পাশের এলাকার প্রায় ৩০০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের ভর্তি করা হয়েছে বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল সেখানে পৌঁছে উদ্ধারের কাজ চালাচ্ছে।
advertisement
বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, বিষাক্ত পলি ভিনাইল ক্লোরাইড গ্যাস (Poly Vinyl chloride gas or may be Styrene) নিঃসৃত হয় এলজি পলিমার্সের কারখানা থেকে ৷ গ্যাস নির্গমনের পরেই কারখানায় থাকা নিরাপত্তারক্ষীরা অনেকে অজ্ঞান হয়ে পড়েন ৷ কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয় ৷ দ্রুত ছড়াতে থাকে সেই গ্যাস ৷ ভোর সাড়ে চারটের দিকে আশপাশের এলাকার বাসিন্দাদের চোখ জ্বালা ও শ্বাসকষ্ট শুরু হতে থাকে। অনেকেই আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন ৷
বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে গোপালপট্টমন এলাকায় রয়েছে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই রাসায়নিক কারখানা। মূলত পলিস্টার পলিথিন তৈরি হত ওই কারখানায়। সেই কাজে ব্যবহার করা হত Styrene গ্যাস। যা মানব শরীরের পক্ষে বিষাক্ত।