ধর্ষণের মতো জঘন্য অপরাধের পাশাপাশি ধর্মের নামে মানুষকে ব্ল্যাকমেল করতেন বাবা ৷ সম্প্রতি বাবার বিরুদ্ধে উঠেছে আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ ৷ জানা গিয়েছে, ডেরায় তৈরি হওয়া সবজি সোনার দরে বিক্রি করতেন বাবা ৷ সিরসাতে বাবার আশ্রমে প্রায় ৭০০ একরের অপরে তৈরি ৷ সেখানে সব্জি চাষ করা হত ৷ ডেরার ভক্তদের কাছে পেঁপে, বেগুন ও বিভিন্ন সবজি প্রায় ১০০০ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করতেন রাম রহিম ৷
advertisement
একটি ইংরেজি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে ৷ ডেরাতে একটি কাঁচালঙ্কার দাম ছিল ১০০০ টাকা। পেঁপে বিক্রি করতেন ৫০০০ টাকায় ৷ দুটি টোম্যাটোর দাম ২ হাজার টাকা ৷ সাইজ ও আকার অনুযায়ী সব্জির দাম ঠিক করতেন তিনি ৷এই অনুযায়ী, ৫০০ গ্রাম মটরশুঁটির দাম প্রায় এক লক্ষ টাকা। সবজিকে 'ঈশ্বরের প্রসাদ' বলে দাবি করত তারা। আর ভক্তরাও সেই সবজি লাইন দিয়ে কিনতেন ৷
advertisement
Location :
First Published :
September 07, 2017 3:57 PM IST