TRENDING:

লঙ্কার দাম ১০০০ টাকা, ডেরায় তৈরি সবজি সোনার দরে বিক্রি করতেন বাবা

Last Updated:

ধর্ষণের মতো জঘন্য অপরাধের পাশাপাশি ধর্মের নামে মানুষকে ব্ল্যাকমেল করতেন বাবা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রোহতক: আদালতের রায়ের পর এখন শ্রীঘরই বাবার নয়া ডেরা। স্বঘোষিত ধর্মগুরু। ভক্তদের প্রিয় বাবা। সোমবার বিশেষ সিবিআই আদালতের রায়ে ডেরা ছাড়া হয়েছেন গুরমিত রাম রহিম। আপাতত দু'হাজার সাঁইত্রিশ সাল পর্যন্ত জেলেই ঠাঁই। কোটি টাকার সম্পত্তির মালিক এখন দিনমজুরি পাবেন চল্লিশ টাকা। বাবার সাজা ঘোষণার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ৷
advertisement

ধর্ষণের মতো জঘন্য অপরাধের পাশাপাশি ধর্মের নামে মানুষকে ব্ল্যাকমেল করতেন বাবা ৷ সম্প্রতি বাবার বিরুদ্ধে উঠেছে আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ ৷ জানা গিয়েছে, ডেরায় তৈরি হওয়া সবজি সোনার দরে বিক্রি করতেন বাবা ৷ সিরসাতে বাবার আশ্রমে প্রায় ৭০০ একরের অপরে তৈরি ৷ সেখানে সব্জি চাষ করা হত ৷ ডেরার ভক্তদের কাছে পেঁপে, বেগুন ও বিভিন্ন সবজি প্রায় ১০০০ থেকে ১০ হাজার টাকায় বিক্রি করতেন রাম রহিম ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একটি ইংরেজি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে ৷ ডেরাতে একটি কাঁচালঙ্কার দাম ছিল ১০০০ টাকা। পেঁপে বিক্রি করতেন ৫০০০ টাকায় ৷ দুটি টোম্যাটোর দাম ২ হাজার টাকা ৷ সাইজ ও আকার অনুযায়ী সব্জির দাম ঠিক করতেন তিনি ৷এই অনুযায়ী, ৫০০ গ্রাম মটরশুঁটির দাম প্রায় এক লক্ষ টাকা। সবজিকে 'ঈশ্বরের প্রসাদ' বলে দাবি করত তারা। আর ভক্তরাও সেই সবজি লাইন দিয়ে কিনতেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লঙ্কার দাম ১০০০ টাকা, ডেরায় তৈরি সবজি সোনার দরে বিক্রি করতেন বাবা