১ এপ্রিল থেকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা টোলের হার বাড়ানো হবে। টোলের হার ৫% থেকে ১০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। দেশের মানুষ এমনিতেই সর্বাত্মক মূল্যস্ফীতির মুখোমুখি হচ্ছে প্রতিদিন। সম্প্রতি, ১ মার্চ কেন্দ্রীয় সরকার বাণিজ্যিক এবং রান্নার জন্য এলপিজি সিলিন্ডারেরও দাম বাড়িয়েছে। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বেড়েছে এবং বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৩৫০.৫০ টাকা বেড়েছে। এবার বৃদ্ধি হবে টোল ট্যাক্সেও।
advertisement
২০০৮ সালের 'জাতীয় সড়ক ফি' নীতি অনুযায়ী প্রতি বছর টোল রেট সংশোধন করা হয়। এই মর্মে একটি বিজ্ঞপ্তি পেশ করে কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ মার্চের মধ্যে সংশোধন করা টোল রেট জাতীয় সড়ক কর্তৃপক্ষ অধীন প্রকল্প বাস্তবায়ন বিভাগে পাঠানো হবে। কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রকের কাছ থেকে অনুমতি পেলে আগামী ১ এপ্রিল থেকে এই নতুন নিয়ম লাগু হতে পারে টোলপ্লাজা গুলিতে। বর্তমানে এক্সপ্রেসওয়ে গুলিতে প্রতি কিলোমিটারে ২.১৯ টাকা হারে টোল ট্যাক্স আদায় করা হয় যা এরপর ১০ শতাংশ বাড়ানো হবে। সেক্ষেত্রে গাড়ি ও হালকা যানবাহনের টোলের হার ৫ শতাংশ এবং ভারী যানবাহনের টোল ট্যাক্স ১০ শতাংশ বাড়তে পারে।
সেই অনুযায়ী ১৩৫ কিলোমিটার দীর্ঘ, ছয় লেনের 'ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে' এবং দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতেও টোল ট্যাক্স বৃদ্ধি পাবে। অর্থাৎ যারা সময় বাঁচানোর জন্য এই এক্সপ্রেসওয়েগুলো ব্যবহার করবে তাদের পকেটে লাগতে চলেছে বড়সড় ধাক্কা। উল্লেখ্য, ২০২২ সালেও টোল ট্যাক্সের পরিমাণ ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। টোল প্লাজার ২০ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারীদের একটি মাসিক পাসের সুবিধা দেওয়া হয় বর্তমানে। অ-বাণিজ্যিক ব্যবহারের জন্য নিবন্ধিত গাড়ির মালিকরা প্রতি মাসে ৩১৫ টাকা দিয়ে সংশ্লিষ্ট টোল প্লাজা দিয়ে যতবার খুশি ভ্রমণ করতে পারেন। এবার থেকে এই মাসিক পাসের মূল্যও ১০ শতাংশ বৃদ্ধি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য , জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২২-২৩ আর্থিক বছরে হাইওয়ে এবং এক্সপ্রেসওয়েগুলি থেকে সংগৃহীত টোল ট্যাক্সের মোট পরিমাণ ছিল ৩৩,৮৮১.২২ কোটি টাকা। যা তার আগের আর্থিক বছরের থেকে প্রায় ২১ শতাংশ বেশি।
রাজীব চক্রবর্তী