সলমন খানের চেয়ে ৩ গুণ বেশি পারিশ্রমিক! রাতারাতি জনপ্রিয়তার চূড়ায়... ছবি ব্লকবাস্টার হতেই কেন অকালে হারিয়ে গেলেন এই অভিনেত্রী?
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bhagyashree Shocking Story : হিরোইন বা নায়িকাদের তুলনায় নায়করাই শুরু থেকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে এসেছেন। সে ছবির চরিত্র হোক বা পারিশ্রমিক, সবসময়ই দেখা গিয়েছে নায়ককে কেন্দ্র করেই ছবির প্লট বা চিত্রনাট্য তৈরি হয় এবং অভিনেতাদের পারিশ্রমিক অভিনেত্রীর থেকেও বেশি হয়। কিন্তু আজ আমরা যে গল্প এখানে তুলে ধরতে চলেছি তা জানলে আপনিও হয়ত চমকে যাবেন। সলমনের চেয়ে ৩ গুণ বেশি ফি! জনপ্রিয় হতেই অকালে বলিউড ছেড়েছিলেন এই অভিনেত্রী! পিছনে ছিল বড় কারণ
হিরোইন বা নায়িকাদের তুলনায় নায়করাই শুরু থেকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করে এসেছেন। সে ছবির চরিত্র হোক বা পারিশ্রমিক, সবসময়ই দেখা গিয়েছে নায়ককে কেন্দ্র করেই ছবির প্লট বা চিত্রনাট্য তৈরি হয় এবং অভিনেতাদের পারিশ্রমিক অভিনেত্রীর থেকেও বেশি হয়। কিন্তু আজ আমরা যে গল্প এখানে তুলে ধরতে চলেছি তা জানলে আপনিও হয়ত চমকে যাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
জানা যায়, সেই সময় দক্ষিণী অভিনেত্রী ভাগ্যশ্রী তাঁর প্রথম ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ১ লক্ষ টাকা নিয়েছিলেন। অন্যদিকে সলমন খান 'ম্যায়নে প্যার কিয়া'-র জন্য মাত্র ৪০ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। কিন্তু এই ঘটনা আজ থেকে ৩৪ বছর আগের। আজ আরব সাগরের তীরে জীবন আরও অনেক বদলেছে। বর্তমানে ভাইজান একটি ছবির জন্য কোটি টাকা পারিশ্রমিক নেন কারণ এই ৪৩ বছরে তিনি বক্স অফিস হিট মেশিনে পরিণত হয়েছেন। তিনি যে ছবিই করেন তাই-ই হিট।
advertisement
advertisement
advertisement
advertisement