Justice Abhijit Ganguly: মাত্র ৭ জন পড়ুয়া, পুরুলিয়ার প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated:

এর আগে একাধিক শিক্ষকের বদলি মামলায়, কম পড়ুয়ার স্কুল বন্ধ করার জন্য রাজ্যকে পরামর্শ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
কলকাতা: পড়ুয়া সংখ্যা পর্যাপ্ত না থাকলে সেই স্কুল চালানোর যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট৷ এবার কম পড়ুয়া থাকার জন্য পুরুলিয়ার একটি প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়ারই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
পুরুলিয়ার চেকুয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া রয়েছে মাত্র সাত জন৷ অথচ শিক্ষক রয়েছেন দু জন৷ এই দুই শিক্ষকের মধ্যে একজন বদলির আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন৷ তখনই বিষয়টি নজরে আসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের৷ এর পরেই জেলা স্কুল পরিদর্শককে ওই প্রাথমিক স্কুল বন্ধ করার নির্দেশ দেন তিনি৷
advertisement
advertisement
সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি ৩০ জন পড়ুয়া পিছু একজন করে শিক্ষক থাকার কথা স্কুলগুলিতে৷ সেখানে ওই স্কুলটিতে সাত জন পড়ুয়াকে পড়ানোর জন্য ছিলেন দু জন শিক্ষক৷ স্কুলের বর্তমান শিক্ষক এবং পড়ুয়াদের কাছাকাছি অন্য কোনও স্কুলে সংযুক্ত করার নির্দেশও দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়৷
এর আগে একাধিক শিক্ষকের বদলি মামলায়, কম পড়ুয়ার স্কুল বন্ধ করার জন্য রাজ্যকে পরামর্শ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরামর্শে থেমে না থেকে স্কুল বন্ধের সুপারিশ করে নির্দেশ দিলেন পুরুলিয়া জেলা স্কুল পরিদর্শককে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Justice Abhijit Ganguly: মাত্র ৭ জন পড়ুয়া, পুরুলিয়ার প্রাথমিক স্কুল বন্ধের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement