TRENDING:

রাষ্ট্রপতি শাসন জারি হল জম্মু-কাশ্মীরে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: পাঁচ মাস ধরে জম্মু-কাশ্মীরে জারি ছিল রাজ্যপালের শাসন ৷ অবশেষে অবসান ঘটল তার ৷ বুধবার থেকে রাষ্ট্রপতি শাসন জারি হল জম্মু-কাশ্মীরে ৷
advertisement

বুধবার রাজ্যপালের শাসনের ছ’মাসের মেয়াদ শেষ হওয়ার পর জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ গৃহিত হয় আজ ৷ জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিকের পাঠান প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বলে সরকারি সূত্রে খবর ৷

এখন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সায় দিলেই জম্মু-কাশ্মীরে জারি হবে রাষ্ট্রপতি শাসন ৷

advertisement

তবে, এই ছ’মাসের মধ্যে যদি নির্বাচন না হয় উপত্যকায় ৷ তাহলে ফের পরবর্তী ৬ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে উপত্যকায় ৷

চলতি বছরের জুনে জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটে ভাঙন ধরে ৷ জম্মু-কাশ্মীর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি ৷ মেহবুবা মুফতির জোট সরকার থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। যার জেরে উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রমজান মাসে জঙ্গি দমন অভিযান থেকে কাঠুয়া গণধর্ষণ মামলায় বিচারসহ নানা বিষয় নিয়ে দুই দলের মধ্যে মতভেদ চরমে পৌঁছয় ৷ বিজেপির অভিযোগ, পিডিপি চায় সংঘর্ষবিরতি চুক্তি বজায় থাকুক ৷ কিন্তু উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ার জেরে বিজেপি চায় সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহার করতে ৷ যার জেরেই পিডিপির উপর থেকে সমস্ত সমর্থন তুলে নেয় বিজেপি ৷ এমনটাই মত পর্যবেক্ষকদের ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রাষ্ট্রপতি শাসন জারি হল জম্মু-কাশ্মীরে