আরও পড়ুন- পরিবেশের মানের নিরিখে সবচেয়ে পিছিয়ে ভারত! 'অবৈজ্ঞানিক' বলে উড়িয়ে দিল কেন্দ্র!
সেবছর ২১ জুলাই অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে রামনাথ কোবিন্দ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হন। বিরোধী প্রার্থী তথা লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে পরাজিত করেন তিনি। মোট ভোটের ৬৫.৬৫ শতাংশ পেয়েছিলেন রামনাথ।
রাষ্ট্রপতি নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে সংসদের উভয় কক্ষেরই নির্বাচিত সদস্য এবং সমস্ত রাজ্যের বিধানসভার পাশাপাশি জাতীয় রাজধানী দিল্লি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি অন্তর্ভুক্ত থাকে।
advertisement
আরও পড়ুন- Dostarlimab! এই ওষুধেই সারিয়েছে মারণ ক্যান্সার রোগ! প্রতি ডোজের দাম পড়বে কত?
আগামিকালই রাজ্যসভার ৫৭ টি শূন্য আসনের নির্বাচন। তার ঠিক একদিন আগে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল। রাজ্যসভার নির্বাচনের আসনগুলি ১৫ টি রাজ্য জুড়ে বিস্তৃত।