TRENDING:

‘একদিন প্রতিদিন'-এর জীবন ছেড়ে ‘রাত ভোর’ না হওয়ার দেশে মৃণাল সেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় সিনেমার ইতিহাসে তিন পথিকৃৎ-এর মধ্যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক আগেই চলে গিয়েছেন, এবার চলে গেলেন মৃণাল সেন। কিংবদন্তি পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ বাংলা, হিন্দি তথা গোটা দেশের চলচ্চিত্র মহল। মৃণাল সেন সিনেমার ইতিহাসে এক প্রতিষ্ঠানের নাম। শুধু বাংলা, হিন্দি নয়, তেলুগু, ওড়িয়া ভাষাতেও সিনেমা বানিয়েছিলেন মৃণাল সেন। তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন এ দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

ট্যুইটারে রাষ্ট্রপতি লেখেন, ‘‘ সিনেমা নির্দেশক মৃণাল সেনের মৃত্যুর খবরে আমি মর্মাহত। ভুবন সোম থেকে ক্যালকাটা ট্রিলজি তাঁর নিখুঁত নির্মাণ তাঁকে সমাজের ও সময়ের দর্পণ করে তুলেছে। তাঁর চলে যাওয়া বাংলা তথা ভারতীয় সিনেমার জন্য একটা বড় ক্ষতি। ’’

পরিচালক মৃণাল সেনের মৃত্যুতে শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, '' মৃণাল সেন ভারতীয় সিনেমার ইতিহাসে যে অবদান রেখে গেছেন, তাঁর জন্য আমাদের দেশ তাঁকে সবসময় স্মরণ করবে। তিনি যে নিরপেক্ষতা ও সংবেদনশীলতার সঙ্গে সিনেমার নির্মাণ করেছেন তা উল্লেখযোগ্য। তাঁর চলে যাওয়া শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
‘একদিন প্রতিদিন'-এর জীবন ছেড়ে ‘রাত ভোর’ না হওয়ার দেশে মৃণাল সেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ