বিনা প্রতিদ্বন্দ্বীতায় রাষ্ট্রপতি ভবনে ঢোকা হচ্ছে না রামনাথ কোবিন্দের। বিজেপির দলিত প্রার্থীর মোকাবিলায় আরেক দলিতের মাঠে নামা প্রায় নিশ্চিত। বিরোধীদের প্রার্থী হিসাবে প্রায় চূড়ান্ত লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার।
রামনাথ কোবিন্দকে তাদের প্রার্থী ঘোষণার পরই পালটা প্রার্থী দেওয়ার প্রস্তুতি শুরু করেছিল বিরোধীরা। দফায় দফায় বাম, আরজেডি নেতৃত্বের সঙ্গে কথা বলেন কংগ্রেস নেতারা। সম্ভাব্য ৩ জনের মধ্যে মীরা কুমারের গ্রহণযোগ্যতা বেশি। তাই তাঁকে প্রার্থী করার সম্ভাবনাই বেশি। কেন মীরা কুমারে ভরসা বিজেপি বিরোধীদের?
advertisement
মীরা কুমার দলিত নেতা বাবু জগজীবন রামের মেয়ে
দলিত নেত্রী হিসাবেও তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে
জন-প্রতিনিধি ও সংসদীয় ক্ষেত্রে বিপুল অভিজ্ঞতা
লোকসভার প্রাক্তন স্পিকার মীরার সঙ্গে সব দলের সম্পর্ক ভালো
পিছিয়ে পড়া মহিলাদের ক্ষমতায়ন নিয়ে সক্রিয়া মীরা কুমার
এই নিয়ে পরপর চারবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
- এবার বিরোধী প্রার্থীর সঙ্গে রামনাথ কোবিন্দের মধ্যে ভোটাভুটি নিশ্চিত
-২০১২ সালে পূর্ণ সাংমাকে হারিয়ে রাষ্ট্রপতি হন প্রণব মুখোপাধ্যায়
-২০০৭ সালে ভিএস শেখাওয়াতকে হারিয়ে রাষ্ট্রপতি হন প্রতিভা পাতিল
-- ২০০২ সালে লক্ষী সেওগলকে ভোটাভুটিতে হারিয়ে রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম
আগামী সপ্তাহে বিভিন্ন দলের সমর্থন চেয়ে দৌত্য শুরু করেছেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী। বুধবার লালকৃষ্ণ আদবানির সঙ্গেও দেখা করেও আশীর্বাদ নেন রামনাথ কোবিন্দ। মীরা কুমারকে নিয়েও প্রচারের ছক চূড়ান্ত করছে কংগ্রেস।