TRENDING:

Woman Gives Birth Inside A Bus: বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি আসছিলেন তরুণী, বাসের মধ্যেই ভূমিষ্ঠ হল সন্তান...

Last Updated:

Woman Gives Birth Inside A Bus: কনৌজ থেকে যাত্রা শুরু করেছিলেন সোনি নামের ওই তরুণী। বাবার মৃত্যুর খবর শুনে দিল্লি যাচ্ছিলেন তিনি অন্তঃসত্ত্বা অবস্থায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওয়াসিম আহমেদ/আলিগড়: বাবার মৃত্যুর খবর শুনে তড়িঘড়ি দিল্লি যাচ্ছিলেন তরুণী। যাওয়ার পথে রোডওয়েজের বাসের মধ্যেই সন্তানের জন্ম দিলেন তিনি। তাঁর স্বামীই প্রসবের সময় ডেলিভারি করান স্ত্রীর, এমনই জানা যায়। উত্তরপ্রদেশের আলিগড় জেলায় সেই ঘটনায় হইচই পড়ে।
বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি আসছিলেন তরুণী, বাসের মধ্যেই ভূমিষ্ঠ হল সন্তান...
বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি আসছিলেন তরুণী, বাসের মধ্যেই ভূমিষ্ঠ হল সন্তান...
advertisement

সূত্রের খবর, কনৌজ থেকে যাত্রা শুরু করেছিলেন সোনি নামের ওই তরুণী। বাবার মৃত্যুর খবর শুনে দিল্লি যাচ্ছিলেন তিনি অন্তঃসত্ত্বা অবস্থায়। হঠাৎই পথে প্রসব বেদনা ওঠায় বিপত্তি। রোডওয়েজের বাসে কোনও নারী যাত্রী না থাকায় স্বামী নিজেই স্ত্রীর ডেলিভারি করেন। রোডওয়েজের বাসে ওই নারী সন্তান প্রসব করার পর বাসের চালক রোডওয়েজের বাসটিকে জেলা মহিলা হাসপাতালে নিয়ে গেলে মা ও শিশু দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়।

advertisement

আরও পড়ুন- মাত্র ১৬০০ টাকায় হয়ে যাবেন MBBS! এত কম খরচে দেশের কোথায় ডাক্তারি পড়া যায়? জেনে নিন!

রোডওয়েজ বাসে স্ত্রীর প্রসবের পরে, কনৌজ জেলার ভগবানপুর গ্রামের বাসিন্দা শিবশান্ত জানান, যে তাঁর স্ত্রী সোনির বাবা দিল্লিতে মারা গিয়েছেন। বাবার মৃত্যুর খবর শোনার পর গর্ভবতী স্ত্রী সোনিকে নিয়ে রোডওয়েজের বাসে চড়ে আলিগড় হয়ে কনৌজ থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। এরপর দিল্লি আলিগড় কানপুর জাতীয় সড়কে প্রসব বেদনা শুরু হয় তাঁর গর্ভবতী স্ত্রীর।

advertisement

আরও  পড়ুন: পৃথিবীর একমাত্র পাখি, যেটির ডানা নেই! কোন পাখি? বলুন দেখি…উত্তর মিলিয়ে দেখুন

অন্তঃসত্ত্বা মহিলার প্রসব বেদনা দেখে রোডওয়েজের বাস চালক রাস্তার পাশে বাস থামিয়ে দেন। এ সময় বাসে সোনিকে যন্ত্রণায় কাতরাতে দেখে বাসে উপস্থিত দুই নারী যাত্রী ভয় পেয়ে যান এবং তাঁরা কাছে যাননি বলেই জানা যায়। দুই মহিলা যাত্রীর কাছ থেকে সাহায্য না পেয়ে স্ত্রীকে নিজেই প্রসব করান শিব।

advertisement

রোডওয়েজের বাসে তার স্ত্রী সন্তানের জন্ম দেওয়ার পর, রোডওয়েজ বাসের চালক সমর সিং তড়িঘড়ি করে বাসটিকে জেলা মহিলা হাসপাতালে নিয়ে যান। রোডওয়েজের বাসে ওই নারীর সন্তান প্রসবের খবর পাওয়া মাত্রই চিকিৎসকসহ কর্মীরা বাসের ভেতরে পৌঁছান এবং সদ্যোজাত শিশুসহ সোনিকে হাসপাতালে ভর্তি করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে এই উৎসব, কতদিন চলবে জানুন
আরও দেখুন

আলিগড় জেলা মহিলা হাসপাতালের ডাঃ দীপ্তি জানান, শিশু ও মা দু’জনেই সুস্থ আছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Woman Gives Birth Inside A Bus: বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি আসছিলেন তরুণী, বাসের মধ্যেই ভূমিষ্ঠ হল সন্তান...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল