আরও পড়ুন : নারকীয় কাণ্ড উত্তরপ্রদেশে! ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা
জানা গিয়েছে , গর্ভপাত হয়ে যাওয়া ভ্রূন প্লাস্টিকের জারে নিয়েই থানায় অভিযোগ করতে যান ওই গৃহবধূর পরিবার ৷ ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ নির্যাতিতার স্বামী জানিয়েছেন, খেতের কাজ করতে মাঠে গিয়েছিলেন ওই গৃহবধূ সেখানেই অপহরণ করা হয় তাঁকে ৷ নির্যাতিতার গ্রামেই বসবাস করতেন অভিযুক্তরা ৷ জানা গিয়েছে , কিছু বিষয় নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ওই গৃহবধূ ৷ সেই বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করছে পুলিশ ৷ পুলিশ আধিকারিক রাজকুমার আগরওয়াল জানান , ঘটনার তদন্ত করা হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষীরা শাস্তি পাবে ৷
advertisement
আরও পড়ুন : ৬ বছরের শিশুকন্যাকে নিয়ে বহুতল থেকে ঝাঁপ, আত্মঘাতী ২৮ বছরের যুবতী
এর আগেও গত ৯ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের পিলভিটে গণধর্ষণ করা হয় এক দলিত কিশোরীকে ৷ শুধু তাই নয় প্রমাণ লোপাটের জন্য নির্যাতিতার গায়ে আগুন লাগিয়ে দেয় অভিযুক্তরা ৷