পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত কলেজছাত্রীর ডাক্তারি পরীক্ষা করা হবে৷ তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে৷ সালেম শহরের পুলিশ কমিশনার জানিয়েছেন ওই কিশোরীকে জুডিশিয়াল কাস্টডিতে রাখা হয়েছে৷ অন্য একটি ঘটনায় তামিলনাড়ুরই কাড্ডালোর জেলায় ১৭ বছর বয়সি এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে অভিযোগ, ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করার৷
advertisement
আরও পড়ুন : প্রথমে অশরীরী ভেবে ভুল! কাছে গিয়ে জানা গেল নদীর সেতুর স্তম্ভের সঙ্গে শিকলে বাঁধা অসহায় যুবকের করুণ-কাহিনি
আরও পড়ুন : বড়লোক হতে গেলে দিতে হবে বলি! তাই দম্পতি অপহরণ করে দুই লটারি বিক্রেতা মহিলাকে
প্রসঙ্গত বাসস্ট্যান্ডে ওই কিশোরীর গলায় কিশোরের মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে পড়ে৷ তার পরই গ্রেফতার করা হয় কিশোরকে৷ আপাতত সরকারি হোমে পর্যবেক্ষণে রাখা হয়েছে৷ তার বিরুদ্ধেও পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযোগ ওই কিশোর এবং কিশোরীর মধ্যে শারীরিক সম্পর্ক ছিল৷ তার ডাক্তারি পরীক্ষা করা হবে৷