বাড়িতে নতুন অতিথির জন্য তৈরি হচ্ছেন বিপাশা-করণ৷ মা-বাবার দায়িত্ব পালনের জন্য নিজেদের একটু একটু করে প্রস্তুত করছেন দু’জনেই৷ কিছুদিন আগেই দেখা গিয়েছে করণকে শপিং করতে৷ বাচ্চাদের জিনিষ কিনতে ব্যস্ত ছিলেন তিনি৷ এবার তিনি শোনালেন গান৷ বলা ভাল ঘুম পাড়ানি গান! স্ত্রী বিপাশার গর্ভে থাকা সন্তানকে আগে থেকেই তিনি ঘুম পাড়ানি গান শোনানোর তোড়জোড় শুরু করেছেন৷ আলতো করে বিপাশার পেটের উপর গুনগুন করে গান গাইছেন করণ৷ সেই ভিডিওটি পোস্ট করেছেন বিপাশা নিজেই৷ জীবনের এই বিশেষ সময়টা যে দারুণভাবে উপভোগ করছেন হবু বাবা-মা, তা স্পষ্ট করেছে এই ভিডিও৷
advertisement
সন্তানের জন্মের পর অনেকটা দায়িত্ব বেড়ে যায় সদ্যোজাতের অভিভাবকদের৷ রাত জাগা, সময় করে সন্তানকে স্তন্যপান করানো, এসব তো থাকেই৷ এই সব কাজে কিছুটা বেশিই জড়িত থাকেন মায়েরা৷ তবে এখন পরিবর্তীত সময়ে বাবারাও অত্যন্ত খেয়াল রাখেন সন্তানদের৷ স্বামী-স্ত্রী দু’জনে মিলে সমানভাবে সন্তান পালনের দায়িত্ব নেন৷ বিপাশা-করণের ক্ষেত্রে তা যেন সন্তান প্রসবের আগে থেকেই শুরু হয়ে গিয়েছে৷
আরও পড়ুন Kacher Manush Trailer: কে কাছের মানুষ? দেবকে চেনাবেন প্রসেনজিৎ?
শীঘ্রই খুশির খবর শোনাবেন বিপস! সেই খবরের অপেক্ষায় তাঁর ফ্যানরা৷ ইতিমধ্যেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সোনাম৷ আলিয়াও সন্তানসম্ভবা৷ বলিউডে এখন খুশির হাওয়া৷