ইতিমধ্যেই প্রশান্ত কিশোর ঘোষণা করেছেন, তিনি চলতি বছর ৪ অক্টোবর জন সূরজ পার্টি গঠন করবেন। পিকে-র দাবি, বিহারের সব জেলায় একটানা ঘুরে মানুষের সঙ্গে দেখা করার পর এবং বিহারের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি অনুভব করতে শুরু করেছেন, বিহারের মানুষ পরিবর্তন চান। তাঁর কথায়, জনগণের আশা-আকাঙ্খার কথা বিবেচনা করে তিনি বিহারে একটি নতুন বিকল্প দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন এবং সেই সূত্রেই তিনি একটি নতুন দল নিয়ে মাঠে নামার প্রস্তুতিও নিচ্ছেন।
advertisement
প্রশান্ত কিশোর বলেন, বিহারের ৫০ শতাংশেরও বেশি মানুষ নতুন বিকল্প খুঁজছেন, কারণ মানুষ লালু-নীতীশ এবং বিজেপির উপর ক্ষুব্ধ। জন সূরজের নেতা হিসেবে প্রশান্ত কিশোর গত দেড় বছর ধরে বিহারে পদযাত্রা করেছেন। তাঁর কথায়, ”বিহারের ৫০ শতাংশেরও বেশি মানুষ চায় একটি নতুন দল গঠন করা হোক। জনগণ চায় বিহারে যদি উন্নতি করতে হয়, তবে রাজ্যে একটি নতুন দল বা একটি নতুন বিকল্প গঠন করা উচিত, কারণ মানুষ গত ৩০ বছর ধরে লালু, নীতীশ এবং বিজেপির উপর বিরক্ত।”
প্রশান্তের কথায়, ”বিহারের মানুষ দেখছে, তাদের জীবনের কোনও উন্নতি হচ্ছে না, তবে কাকে ভোট দেবেন তাঁরা? তার কোনও উপায় খুঁজে পাচ্ছেন না মানুষ।” পিকে-র কথায়, ”একজন সাধারণ মানুষ একা দল গঠন করতে পারে না, জন সূরজ জনগণের শক্তিকে একত্রিত করার চেষ্টা করছে। তাহলেই মানুষের কাছে একটি বিকল্প তৈরি হবে, যা প্রতিটি মানুষ খুঁজছে।”
নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট হিসাবে তিনি সাফল্য পেয়েছেন বারবার। তাই তাঁর কথা সহজে কেউ ফেলে দিতে পারেন না। একুশের বিধানসভা নির্বাচনে বাংলার ফল মিলিয়ে দিয়ে ছিলেন। আর এবার এক সাক্ষাৎকারে পিকে বলেন, ‘২০২৫ সালে বিহারে জন সূরজ জিতে ক্ষমতায় আসবে। ২৪৩ আসনে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে জন সূরজ। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিধানসভা গঠন করবে। আমি লিখে দিচ্ছি, জন সূরজ ২০২৫ সালে নিজের দমে বিহারের ভোটে জিতবে। যদি জন সূরজ সফল না হয় তাহলে নিজের সমস্ত প্রয়াস ছেড়ে দেব।’ জোর গলায় এই দাবি করেছেন তিনি। সুতরাং তাঁর হাতে তৈরি জন সূরজ আগামী দিনে বিহারের ভোটে বড় চমক।