TRENDING:

Prashant Kishor: এবার কি মুখ্যমন্ত্রী হবেন প্রশান্ত কিশোর? জল্পনা ছড়াতেই বিস্ফোরক মন্তব্য পিকে-র!

Last Updated:

Prashant Kishor: প্রশান্ত কিশোরের দাবি, ''কোনও ধনী, বড়লোক, ক্ষমতাশালী নেই, যে আমাকে কিনতে পারবে। আমাকে কেউ ভয় পাওয়াতে পারবে না।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: লোকসভা ভোট মিটতেই এবার বিহারে রাজনীতি নিয়ে পুরোদস্তুর ময়দানে ভোটকুশলী প্রশান্ত কিশোর। আগামী ২ অক্টোবর নিজের দল জন সুরজকে নিয়ে রাজনীতির ময়দানে পথ চলা শুরু করবেন তিনি। আর সেই সূত্রেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। নিশানা করেছেন এনডিএ ও ইন্ডিয়া জোটের সব দলকেই। তাঁর কথায়, ”মুখ্যমন্ত্রী হওয়ার কোনও লোভ নেই আমার। স্বপ্ন হল আমার জীবনকালের মধ্যে বিহারকে বিকশিত রাজ্য করে তোলা, আমার মৃত্যুর আগে আমি দেখতে চাই মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব থেকে মানুষ বিহারে কাজ করতে আসবে। আমরা পুরো ভারতে মজদুরি করার জন্য জন্মাইনি, আমরা মজদুরের জীবন কাটাতে আসিনি। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, যেখানেই শ্রমিকের প্রয়োজন পড়বে, সবাই বলবে, বিহার থেকে নিয়ে এসো। এই পরিস্থিতির বদল দরকার। এই কারণেই আমি এসেছি। আমার উপর বিশ্বাস রাখুন।”
বিস্ফোরক প্রশান্ত কিশোর
বিস্ফোরক প্রশান্ত কিশোর
advertisement

পিকে-র দাবি, ”কোনও ধনী, বড়লোক, ক্ষমতাশালী নেই, যে আমাকে কিনতে পারবে। আমাকে কেউ ভয় পাওয়াতে পারবে না। আপনারা আমার সঙ্গে থাকুন। বিহারকে পুরো বদলে দেব। জন সুরজ আপনাদের দল, আপনারাই নেতা এখানে। আমরা এগিয়ে আসা মানুষদের খুঁজছি। পিছিয়ে আমরা থাকব না।”

এদিকে, প্রশান্ত কিশোরের নিশানায় নীতীশ কুমারও। মোদির মন্ত্রিসভায় বড় মন্ত্রিত্ব না চাওয়ার জন্য রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সরাসরি নিশানা করেছেন। পিকে বলেন, ”নীতীশ কুমার তাঁর দলের অভ্যন্তরীণ মতবিরোধ ঠেকাতে বড় মন্ত্রকের দাবি থেকে সরে এসেছেন।”

advertisement

আরও পড়ুন: নতুন মোদি সরকার নিয়ে বড় দাবি প্রশান্ত কিশোরের! কদিন পরেই যা ঘটবে, চ্যালেঞ্জ পিকে-র!

প্রশান্ত কিশোরের দাবি, বিহারের মুখ্যমন্ত্রী আশঙ্কা করেছিলেন, তিনি যদি অন্য কাউকে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব দেন, তবে তা তাঁর নেতৃত্বের জন্য চ্যালেঞ্জের কারণ হতে পারে। তাই, নীতীশ কুমার এমন একটি মন্ত্রক পছন্দ করেছিলেন, যেখানে তিনি বিতর্ক বা অভ্যন্তরীণ বিরোধিতা ছাড়াই কাজ করতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, এরই মধ্যে প্রশান্ত কিশোর ঘোষণা করেছেন, আগামী ২ অক্টোবর তিনি দল গঠন করছেন। আর সেই দলের নাম হল জন সুরজ। দল গঠনের ঘোষণা করে প্রশান্ত কিশোর এবার একজোটে এনডিএ এবং ইন্ডিয়া জোটকেও বড় চ্যালেঞ্জ ছুড়েছেন। প্রশান্ত কিশোর বলেন, ”আমরা আগামী ২ অক্টোবর দল গঠন করব। আমি লিখে দিচ্ছি, বিহারের মানুষ ২০২৫ সালের বিধানসভা নির্বাচনে এনডিএ এবং ইন্ডিয়া জোটকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে। এবার জন সুরজকেই বিহারে জয়ী করবে জনগণ।”

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor: এবার কি মুখ্যমন্ত্রী হবেন প্রশান্ত কিশোর? জল্পনা ছড়াতেই বিস্ফোরক মন্তব্য পিকে-র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল