গোয়ার নির্দল বিধায়ক প্রসাদ গাওনকার জানিয়েছেন, তিনি তৃণমূলকে সমর্থন করবেন। কারণ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই ২০২২-এর বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে পারবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো এবং ডেরেকে ও'ব্র্যায়েনের সঙ্গে তিনিও সাংবাদিক এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন। তাঁর ভাই সন্দেশ গাওনকার এদিনই যোগ দিয়েছেন ঘাস-ফুল শিবিরে।
এরপরই প্রসাদ গাওনকারকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রে 'টু ম্যান শো' শেষ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার জন্য প্রসাদ গাওনকারকে ধন্যবাদ জানিয়ে অভিষেক লিখেছেন, 'একজন কৃষক সন্তান যখন দেশের অগ্নিকন্যা, যিনি কেন্দ্রের 'টু ম্যান শো' শেষ করতে চলেছেন, তাঁকে সমর্থন করেন, তা অত্যন্ত আনন্দের।'
আরও পড়ুন: কংগ্রেস-বাম নয়, বিজেপি বিরোধিতায় প্রধান দল তৃণমূলই, সাংগঠনিক বৈঠকে বিস্ফোরক অভিষেক
এদিকে, বৃহস্পতিবারই গোয়ায় যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তার আগেই গোয়ার বিভিন্ন জায়গায় তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তির বিজেপির দিকে। তবে, গেরুয়া শিবিরের তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।