গত রবিবার রাজাজি মার্গের বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব। মাথায় রক্তক্ষরণ হয় বলে জানান চিকিৎসকরা। তাঁরা জানান, সেই কারণে একটি জটিল অস্ত্রোপচার করতে হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন তিনি, সেকথা নিজেই ট্যুইট করে জানিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর এমনভাবে আক্রান্ত হওয়ার খবরে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন রয়েছে পশ্চিমবাংলা। বীরভূমের একাধিক অংশে প্রণব মুখোপাধ্যায়ের আরোগ্য কামনায় পুজো, যজ্ঞ করা হয়েছে।
advertisement
এদিকে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়া নিয়ে বৃহস্পতিবারই উষ্মা প্রকাশ করেছেন প্রণব পুত্র। তিনি বলেছেন, ‘বাবা এখনও বেঁচে আছে ও ভেন্টিলেশনে থাকলেও স্থিতিশীল আছেন। যেভাবে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলি তাঁর নামে ফেক নিউজ ছড়াচ্ছে, তাতে প্রমাণিত হয় ভারতের সংবাদমাধ্যম ফেক নিউজের কারখানায় পরিণত হয়েছে।’ মুখ খোলেন তাঁর কন্যা শর্মিষ্ঠাও। তিনি বলেন, তিনি বলেন, ‘প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে একাধিক ফেক নিউজ বাজারে ছড়িয়েছে। সেগুলিতে কান দেবেন না।’
