সম্প্রতি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে একটি বই লিখেছেন তাঁর কন্যা৷ সেই বইয়ে একদিকে যেমন উঠে এসেছে সনিয়া-রাহুলের কথা৷ তেমনই উঠে এসেছে নরেন্দ্র মোদির কথাও৷ বাবার স্মৃতিচারণায় লেখা সেই বইয়েই শর্মিষ্ঠা জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ারও ইচ্ছে ছিল প্রণবের৷
সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে শর্মিষ্ঠা বলেছেন, ‘‘উনি (প্রণব) প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু, এ-ও জানতেন যে, উনি কোনওদিন প্রধানমন্ত্রী হবেন না৷ তাই এমন কোনও ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকতেন না যে, উনি কোনওদিন প্রধানমন্ত্রী হবেন৷’’
advertisement
শর্মিষ্ঠা জানান, একদিন এ বিষয়ে তিনি সরাসরি তাঁর বাবাকে প্রশ্নও করেছিলেন৷ উত্তরে প্রণব মেয়েকে বলেছিলেন, ‘‘যে কোনও রাজনীতিকই (প্রধানমন্ত্রী) হতে চান, তার মানে এই নয় যে আমি প্রধানমন্ত্রী হব৷’’
এখানেই থেমে থাকেননি শর্মিষ্ঠা৷ তাঁকে যখন প্রশ্ন করা হয়, ২০০৪ সালে প্রণবের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল কিনা, উত্তরে শর্মিষ্ঠা দাবি করেন, আসলে সনিয়া গান্ধি ভাবতেন, প্রণব মুখোপাধ্যায় হয়ত তাঁর ‘কর্তৃত্ব’ মেনে নেবেন না৷ তাই সনিয়া নিজের পরিবারের স্বার্থেই এমন একজনকে প্রধানমন্ত্রী করেন, যিনি তাঁর ‘কর্তৃত্ব’ মেনে নেবেন৷
তবে পাশাপাশি, শর্মিষ্ঠা এ-ও জানিয়েছেন, তাঁকে প্রধানমন্ত্রী না করার জন্য সনিয়া গান্ধির বিরুদ্ধে কোনও বিরূপ মনোভাব পোষণ করতেন না প্রণব৷ এমনকি, যাঁকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছিল, সেই মনমোহন সিং-এর বিরুদ্ধেও নয়৷
২০২১ সালেই সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন প্রণব কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়৷ সম্প্রতি, নিজস্ব গবেষণা, প্রণব মুখোপাধ্যায়ের ডায়েরি এবং অন্যান্য নথিপত্র ঘেঁটে এবং তাঁর সঙ্গে তাঁর বাবার ব্যক্তিগত কথার স্মৃতিচারণা অবলম্বন করে একটি বই লিখেছেন শর্মিষ্ঠা৷ সেখানেই একের পর এক বিস্ফোরক দাবি করেছেন৷
বইয়ে শর্মিষ্ঠা দাবি করেনছেন, প্রণব মুখোপাধ্যায়ের মতে, ইন্দিরা গান্ধির পরে নরেন্দ্র মোদিই একমাত্র প্রধানমন্ত্রী যিনি সাধারণ মানুষের মনে কথা বোঝার ক্ষমতা রাখেন৷ অন্যদিকে, রাহুলকে প্রণব রাজনৈতিক ভাবে অপরিণত বলে ভাবতেন বলে জানিয়েছেন শর্মিষ্ঠা৷