এ বার তাঁর সংগ্রহে এল মার্সিডিজ। গাড়িটি হাতে পাওয়ার আগে শোরুমে ছোট্ট একটা আনন্দ উদযাপন করেন তাঁর পরিজনরা। কেক কাটা হয়। তার পর তাঁদের হাতে তুলে দেওয়া হয় গাড়ির প্রতীকী চাবি। জানা গিয়েছে গাড়িটির দাম ৯০ লক্ষ টাকা।
আরও পড়ুন : চিনা তরুণীর সঙ্গে ভারতীয় তরুণের সংসার জার্মানিতে, চৈনিক সুন্দরী এখন খাঁটি ভারতীয় বধূ
advertisement
সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় প্রফুল্ল। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা দেড় লক্ষের বেশি। সেখানে তাঁর সাফল্যের ইতিহাস-এর ভিউজ ছাপিয়েছে ৩ লক্ষ। সামাজিক মাধ্যমে নতুন বাহনের সঙ্গে নিজের ছবি শেয়ার করে প্রফুল্ল লিখেছেন, এ বার তিনি এমন কিছু স্মৃতি তৈরি করতে চান, যা তাঁর জীবনভরের সঙ্গী হয়ে থাকবে। তাঁর জীবনসংগ্রাম অনুপ্রাণিত করেছে অসংখ্য জনকে।
গত বছর বিহারের পটনায় চায়ের দোকান দিয়েছেন অর্তনীতির স্নাতক প্রিয়াঙ্কা। ২৪ বছর বয়সি এই তরুণী প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েচেন চাকরি পাওয়ার জন্য। কিন্তু সফল হননি। তাই চাকরির জন্য অপেক্ষা করে না থেকে তিনি চায়ের দোকান দেন। পথ দেখিয়েছিলেন প্রফুল্ল বিল্লোর।