TRENDING:

রাস্তার গর্তের ছবি তুললেই পাওয়া যাবে ৫০০০ টাকা ! কোথায় চলছে এই প্রতিযোগিতা ?

Last Updated:

এক অভিনব ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করল এক নেতা ৷ যার নাম ‘পটোগ্রাফি’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: বর্ষাকালে রাস্তাঘাটে খানাখন্দের অভাব হয় না ৷ দেশের যে কোনও মেট্রো শহরেই এমন ছবি আকছার চোখে পড়ে আমাদের ৷ এর জন্য তীব্র ভোগান্তিরও শিকার হতে হয় নিত্যযাত্রীদের ৷ গাড়ি দুর্ঘটনার সম্ভাবনাও এর ফলে বাড়ে ৷ হায়দরাবাদে গত কয়েকদিনের বৃষ্টিতে এমন ‘পটহোলস’ শহরের অনেক রাস্তাতেই তৈরি হয়েছে ৷ সেগুলি সবার সামনে তুলে ধরতে এক অভিনব ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করল এক নেতা ৷ যার নাম ‘পটোগ্রাফি’ ৷
advertisement

তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক আদিত্য রেড্ডি বৃহত্তর হায়দরাবাদ পুরসভা এলাকার মানুষদের কাছে আবেদন করেছেন, তাঁরা যেন বাড়ির কাছে রাস্তায় গর্ত দেখলেই ছবি তুলে পাঠান।এই প্রতিযোগীতায় শহরবাসীকে শহরের নানা জায়গার খানাখন্দের ছবি তুলতে হবে ৷ সেরা ছবির পুরস্কার বাবদ ৫০০০ টাকাও পাওয়া যাবে ৷ দ্বিতীয় পুরস্কার ২৫০০ টাকা ৷

ছবিগুলি ইমেল মারফত পাঠাতে হবে ৷ সেগুলি পুরসভার জোনাল কমিশনার-সহ সেই এলাকার কাউন্সিলরদের কাছে পাঠানো হবে ৷ সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে ৷ কাউন্সিলররা ঠিকমতো কাজ করছেন কী না, এই ছবি গুলির মাধ্যমেই তা স্পষ্ট হবে ৷ প্রতিযোগিতা শুরু হতেই হায়দরাবাদের মানুষের কাছ থেকে দারুণভাবে সাড়া মিলেছে বলে জানানো হয়েছে ৷ ইতিমধ্যেই অজস্র খানাখন্দের ছবি ধরা পড়েছে নাগরিকদের মোবাইল ক্যামেরায় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
রাস্তার গর্তের ছবি তুললেই পাওয়া যাবে ৫০০০ টাকা ! কোথায় চলছে এই প্রতিযোগিতা ?