রাজ্যের মুখ্য পোস্ট অফিসগুলিতে এটিএম বা অটোমেটিক টেলার মেশিন বসানোর পরিকল্পনার বাস্তবায়ন বহু আগে থেকেই শুরু করেছে কেন্দ্র ৷ পরিকল্পনা অনুযায়ী কেরলের কোল্লাম জেলার মুখ্য ডাকঘরগুলিতে এটিএম মেশিন বসানোর কাজও শেষের পথে ৷
এবার শুধু ব্যাঙ্কের সহায়ক হিসেবে নয়, ডাকঘরগুলিকে ব্যাঙ্কের সমান্তরাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷ বুধবার এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকিকরণ নিয়ে আলোচনা করা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৷ দেশের বাছাই করা ডাকঘরগুলিকে পেমেন্ট ব্যাঙ্কের শাখা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷
advertisement
তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, ‘ গোটা দেশ জুড়ে ৬৫০টি পেমেন্ট ব্যাঙ্ক শাখা তৈরি করা হবে ৷ প্রতিটি জেলাসদরে থাকবে একটি করে পেমেন্ট ব্যাঙ্ক ৷’ একইসঙ্গে তিনি জানান, ডাকঘরে এটিএম বসানোর যে প্রকল্প সরকার তৈরি করেছিল তা ২০১৭-এর মধ্যেই শেষ করা হবে ৷ এই লক্ষ্যে দেশ দেশজুড়ে তৈরি করা হবে ৫ হাজার ATM ৷