TRENDING:

Polygamous Women of India: বহুগামী নয় শুধু পুরুষই, একাধিক যৌনসঙ্গী রয়েছে দেশের এই ১১ টি রাজ্যের মহিলাদের!

Last Updated:

Women Have More Partners Than Men: স্ত্রী বা লিভ-ইন পার্টনার নয় এমন কারও সঙ্গে যৌন মিলন করেছেন এমন পুরুষদের হার ৪ শতাংশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বহুগামীতা পুরুষদের জন্য স্বীকৃত হলেও, নারীর এক পুরুষেই সন্তুষ্ট থাকার ‘অলিখিত নিয়ম’ রচেছে সমাজ। তবে রক্ষণশীলতার নানা ফতোয়া মাঝেসাঝেই উঁকি দিলেও এদেশেই একাধিক যৌনসঙ্গী থাকতে পারে মহিলাদের এমন রাজ্যের সংখ্যা নেহাত কম না। এই দেশের ১১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের তুলনায় মহিলাদের গড়ে বেশি যৌনসঙ্গী রয়েছে। তবে স্ত্রী বা সঙ্গী নয় এমন কারও সঙ্গে যৌনতা করায় এগিয়ে পুরুষরাই। পুরুষদের এমন ‘সম্পর্কহীন’ যৌনতার শতকরা হার ৪ শতাংশ। স্বামী বা প্রেমিক বাদে অন্যদের সঙ্গে যৌন সঙ্গম করার ক্ষেত্রে মহিলাদের হার মাত্র ০.৫ শতাংশ। সম্প্রতি এই তথ্য জানিয়েছে NFHS।
advertisement

জাতীয় পারিবারিক এই স্বাস্থ্য সমীক্ষা ১.১ লক্ষ মহিলা এবং ১ লক্ষ পুরুষের মধ্যে পরিচালিত হয়, সমীক্ষাতে দেখা গিয়েছে, অনেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেই মহিলাদের জন্য গড়ে যৌন সঙ্গীর সংখ্যা পুরুষদের তুলনায় বেশি।

আরও পড়ুন- 650-mg ওষুধই প্রেস্ক্রাইব করতে হবে, ডাক্তারদের ১০০০ কোটির 'ঘুষ' ওষুধ কোম্পানির!

এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, অসম, কেরল, লক্ষদ্বীপ, পুদুচেরি এবং তামিলনাড়ু। রাজস্থান সবচেয়ে এগিয়ে। রাজস্থানেই সর্বাধিক সংখ্যক নারী রয়েছে যাদের গড়ে ৩.১ জন যৌন সঙ্গী রয়েছে। পুরুষদের ক্ষেত্রে যৌনসঙ্গীর সংখ্যা ১.৮।

advertisement

কিন্তু সমীক্ষার আগের ১২, মাসে স্ত্রী বা লিভ-ইন পার্টনার নয় এমন কারও সঙ্গে যৌন মিলন করেছেন এমন পুরুষদের হার ৪ শতাংশ। মহিলাদের ক্ষেত্রে এই সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কম। মাত্র ০.৫ শতাংশ।

আরও পড়ুন- "সরকার গড়া সহজ, কিন্তু বিজেপি তো দেশ গড়তে চায়," দাবি প্রধানমন্ত্রী মোদির

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

২০১৯-২১ সালে পরিচালিত জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা-৫-এ দেশের ২৮ টি রাজ্য এবং ৮ টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭০৭ টি জেলার সমীক্ষা করা হয়। জাতীয় এই সমীক্ষা প্রতিবেদনটি আর্থ-সামাজিক এবং অন্যান্য তথ্য সরবরাহ করে যা নীতি প্রণয়ন এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য গুরুত্বপূর্ণ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Polygamous Women of India: বহুগামী নয় শুধু পুরুষই, একাধিক যৌনসঙ্গী রয়েছে দেশের এই ১১ টি রাজ্যের মহিলাদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল