TRENDING:

Prashant Kishor on BJP: 'বিজেপি থাকছে', মোদি ও গেরুয়া শিবিরের শক্তির রহস্য কোথায়? মুখ খুললেন প্রশান্ত কিশোর

Last Updated:

Prashant Kishor on BJP: বৃহস্পতিবার গোয়ায় প্রশান্ত কিশোর বলেন, ''আগামী কয়েক দশক ভারতীয় জনতা পার্টি ভারতীয় রাজনীতিতে অন্যতম মূল ভিত্তি হয়ে থাকবে এবং বেশ কিছু দশক ধরে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তিনি ভোটকুশলী, তাও আবার তৃণমূল কংগ্রেসের মতো প্রবল BJP বিরোধী দলের। এমনকী ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি-কে পর্যুদস্ত করতে তৃণমূলই সবচেয়ে বেশি আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে। এই পরিস্থিতিতে 'শত্রুপক্ষের' ক্ষমতাকে একপ্রকার কুর্নিশই জানালেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। বিজেপি-র বিষয়ে বলতে গিয়ে বৃহস্পতিবার গোয়ায় প্রশান্ত বলেন, ''আগামী কয়েক দশক ভারতীয় জনতা পার্টি ভারতীয় রাজনীতিতে অন্যতম মূল ভিত্তি হয়ে থাকবে এবং বেশ কিছু দশক ধরে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।'' ভোটকুশলীর আরও সংযোজন, '''আগামী কয়েক দশকের জন্য বিজেপি কোথাও যাচ্ছে না।''
মোদির তত্ত্ব খারিজ করলেন প্রশান্ত কিশোর৷
মোদির তত্ত্ব খারিজ করলেন প্রশান্ত কিশোর৷
advertisement

মাঝে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান নিয়ে প্রবল জল্পনা শুরু হয়েছিল। যদিও সেই জল্পনা এখনও বাস্তবে ঘটেনি। ইদানীং বিভিন্ন রাজ্যে কংগ্রেস ভেঙে তৃণমূলের ঘর ভরছে। অনেকেই মনে করছেন, কংগ্রেসের ভাঙন ও তৃণমূলের ঘর গড়ে তোলার নেপথ্যে প্রশান্ত কিশোরের ভূমিকা আছে। এদিন তাই সেই জল্পনা আরও বাড়িয়ে প্রশান্ত কিশোর কংগ্রেস নেতা রাহুল গান্ধিকেও কটাক্ষ করেন। তাঁর কথায়, ''রাহুল গান্ধি বোধহয় এই ভ্রম নিয়ে রয়েছেন, যে নরেন্দ্র মোদিকে চাইলেই দূরে সরিয়ে দেওয়া যাবে।'' রাহুল গান্ধির উদ্দেশ্যে প্রশান্তের বার্তা, ''আপনি যদি নরেন্দ্র মোদির শক্তির বিষয়টি না বোঝেন, তাহলে আপনি কখনই তাঁকে হারাতে পারবেন না।''

advertisement

আরও পড়ুন: মিলল মমতা-অভিষেকের সবুজ সংকেত, BJP বিধায়ক চলে এলেন তৃণমূলে!

মোদির জনপ্রিয়তার প্রসঙ্গ তুলে প্রশান্ত কিশোর বলেন, ''আমি দেখতে পাচ্ছি, বেশিরভাগ লোকই এটা ভাবছেন না, কেন নরেন্দ্র মোদি জনপ্রিয় হয়ে উঠেছেন। সেই বিষয়টি বোঝার জন্য সময় ব্যয় করা উচিৎ। তাঁর শক্তিও বোঝার চেষ্টা করছেন না কেউ। একমাত্র এই বিষয়গুলি বুঝতে পারলেই নরেন্দ্র মোদিকে হারানো সম্ভব হবে।'

advertisement

আরও পড়ুন: আনুষ্ঠানিক বিচ্ছেদ সাঙ্গ, শেষমেশ 'হৃদয়ের' কাছে 'প্রাক্তন' হলেন বাবুল সুপ্রিয়!

প্রসঙ্গত বৃহস্পতিবারই গোয়া যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর সেই সফরের আগে গোয়া কংগ্রেসে রীতিমতো ভাঙন ধরিয়ে দিয়েছে তৃণমূল। আর সেই সময়ই প্রশান্ত কিশোর বলেন, 'ক্ষমতার প্রথম ৪০ বছর কংগ্রেস যেমন ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল, বিজেপিও ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু হতে চলেছে। বিজেপি থাকবে।'' রীতিমতো পরিসংখ্যান দিয়ে বিজেপি-র 'থেকে যাওয়ার' কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ''একবার আপনি সর্বভারতীয় স্তরে ৩০ শতাংশের বেশি ভোট পেয়ে যান, তাহলে আপনার শীঘ্রই বিদায় নেওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই এই ফাঁদে পা দেবেন না যে মানুষ রেগে যাচ্ছে এবং মোদিকে হারিয়ে দেবে। হয়তো তারা মোদিকে ছুঁড়ে ফেলে দিতে পারে, কিন্তু বিজেপি থাকবে।''

advertisement

আরও পড়ুন: হঠাৎই BSF ক্যাম্পে হাজির দিলীপ-সুকান্ত! 'অভিসন্ধি' নিয়ে মারাত্মক অভিযোগ TMC-র

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী, ''আগামী কয়েক দশক ধরে আপনাকে বিজেপি-র বিরুদ্ধে লড়াই করতে হবে। সেখানেই সম্ভবত রাহুল গান্ধীর সমস্যা, তিনি মনে করেন যে মানুষ মোদিকে প্রত্যাখ্যান করবে। আর তা শুধু সময়ের অপেক্ষা।''

বাংলা খবর/ খবর/দেশ/
Prashant Kishor on BJP: 'বিজেপি থাকছে', মোদি ও গেরুয়া শিবিরের শক্তির রহস্য কোথায়? মুখ খুললেন প্রশান্ত কিশোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল