আরও পড়ুন: সেনা-জঙ্গি গুলির লড়াই, সোপিয়ানে খতম ৭ জঙ্গি
অন্যদিকে, আজই প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে রাজধানী থেকে গ্রেফতার হয়েছে আরও তিনজন ৷ এর মধ্যে দুই শিক্ষক ও একজন কোচিং সেন্টারের মালিক ৷ দিল্লি পুলিশ সূত্রে খবর, ঋষভ ও রোহিত নামের ওই দুই শিক্ষক দিল্লির একটি বেসরকারি স্কুলে কর্মরত ৷ সময়ের আগে প্রশ্নপত্র খুলে তা হোয়াটসঅ্যাপে কোচিং সেন্টারের মালিককে পাঠিয়েছিলেন তাঁরাই ৷ কোচিং সেন্টারের মালিক সেই প্রশ্নের উত্তর লিখে তা ছাত্রদের মধ্যে বিতরণ করেছিলেন ৷ প্রশ্ন পত্র পাওয়ার জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে দিতে হয়েছিল দুই হাজার থেকে আড়াই হাজার টাকা ৷
advertisement
আরও পড়ুন: গাড়ির ধাক্কায় ভাঙল বাড়ি, ইন্দোরে নিহত ১০, আটকে বহু
গতকালই প্রশ্ন ফাঁসের অন্যতম চক্রী সন্দেহে ঝাড়খণ্ডের ছাতরা জেলার এবিভিপি নেতা সতীশ পাণ্ডে ও তাঁর সঙ্গী পঙ্কজ কুমার সিংহকে গ্রেফতার করেছিল পুলিশ। হেফাজতে নেওয়া হয়েছে ছাতরার ৪ পড়ুয়াকেও। ধৃতদের মধ্যে কয়েকজন ছাত্র এবং একটি বেসরকারি কোচিং সেন্টারের দুই ডিরেক্টরও আছেন বলে জানিয়েছে পুলিশ।