তিহার জেলে আচমকা হানা দিয়ে উদ্ধার করা সামগ্রি তালিকায় রয়েছে ৯ টি মোবাইল ফোন, দুটি ছুরি, একটি ইলেকট্রিক রুম হিটার, ৭টি হাতে তৈরি রুম রুম হিটার, একটি মোবাইল ফোনের চার্জার, ২ টি পেনড্রাইভ, এবং ২ টি ইলেকট্রিক কেটলি। এই সমস্ত সামগ্রির জোগান কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তিহার জেলে সবরকম নজরদারি আরও জোরদার করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: 'ওঁর কথায় কেউ আস্থা রাখে? বিশ্বাস করে?', বিস্ফোরক দিলীপ ঘোষ, নিশানা করলেন কাকে?
প্রসঙ্গত উল্লেখ্য, তিহার জেল ভারত তথা এশিয়ার বৃহত্তম জেল। ১০ হাজার বন্দির থাকার ব্যবস্থা রয়েছে তিহারে। ৮ এবং ৯ নম্বর সেল থেকে এই বিপুল পরিমাণে সরঞ্জম উদ্ধার হয়েছে।
তিহার জেলে রাখা হয়েছিল নির্ভয়া কাণ্ডের অপরাধীদের। এছাড়াও লিভ ইন সঙ্গীকে খুন করা আফতাবকে এই তিহার জেলে রাখা হয়েছে। গতমাসে আফতাবের জেলে দাবা খেলার ভিডিও সামনে আসে। জেলে আফতাবের সময় কাটছে দাবা খেলে। জেল কর্তৃপক্ষ সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, জেলে শান্তই রয়েছে আফতাব। বেশিরভাগ সময়ে নিজেকে ব্যস্ত রাখে সে।
আরও পড়ুন: লক্ষ্য আসলে লোকসভা, ফেব্রুয়ারিতেই বড় পরিকল্পনা বিজেপির! বঙ্গে রথযাত্রা
জেলে আফতাবের সেলে আরও দুই বন্দি রয়েছে। মূলত, তাদের সঙ্গেই সারাদিন দাবা খেলে আফতাব। ওই দুই বন্দি চুরির অপরাধে দোষী। এরই মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে একটি বায়না করেছে আফতাব। বেশ কিছু সাহিত্য এবং উপন্যাসের বই চেয়েছে সে। সেই বইগুলি আফতাবকে দেওয়া হবে বলে জানিয়েছে তিহার জেল কর্তৃপক্ষও। আফতাবের সেলের নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে খবর। পলিগ্রাফ টেস্টে নিয়েও যাওয়ার সময়ে হামলা হয় আফতাবকে নিয়ে যাওয়া ভ্যানের উপর। যদিও সেই হামলায় আফতাবের কোনও ক্ষতি হয়নি, কিন্তু তারপর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে আফতাবের সেলের উপরে।