TRENDING:

Tihar Jail: দেশের সবচেয়ে আলোচিত জেল, সেই তিহারেই অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের!

Last Updated:

Tihar Jail: উদ্ধার করা সামগ্রি তালিকায় রয়েছে ছুরি, মোবাইল ফোন, ইলেকট্রিক রুম হিটার, মোবাইল ফোনের চার্জারের মত সামগ্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি:  তিহার জেলে অভিযান চালিয়ে কিছু অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। সেখানে অপরাধীরা সবরকম সরঞ্জাম আমদানি করে রাজত্ব চালাচ্ছিল বলে খবর পায় পুলিশ। সেই মত তিহার জেলে হানা দিয়ে প্রচুর পরিমাণে এমন সব সামগ্রি উদ্ধার হয়েছে যেগুলো বন্দিরা ব্যবহার করতে পারে না। উদ্ধার করা সামগ্রি তালিকায় রয়েছে ছুরি, মোবাইল ফোন, ইলেকট্রিক রুম হিটার, মোবাইল ফোনের চার্জারের মত সামগ্রি।
তিহার জেলে পুলিশি অভিযান
তিহার জেলে পুলিশি অভিযান
advertisement

তিহার জেলে আচমকা হানা দিয়ে উদ্ধার করা সামগ্রি তালিকায় রয়েছে ৯ টি মোবাইল ফোন, দুটি ছুরি, একটি ইলেকট্রিক রুম হিটার, ৭টি হাতে তৈরি রুম রুম হিটার, একটি মোবাইল ফোনের চার্জার, ২ টি পেনড্রাইভ, এবং ২ টি ইলেকট্রিক কেটলি। এই সমস্ত সামগ্রির জোগান কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তিহার জেলে সবরকম নজরদারি আরও জোরদার করা হয়েছে।

advertisement

আরও পড়ুন: 'ওঁর কথায় কেউ আস্থা রাখে? বিশ্বাস করে?', বিস্ফোরক দিলীপ ঘোষ, নিশানা করলেন কাকে?

প্রসঙ্গত উল্লেখ্য, তিহার জেল ভারত তথা এশিয়ার বৃহত্তম জেল। ১০ হাজার বন্দির থাকার ব্যবস্থা রয়েছে তিহারে। ৮ এবং ৯ নম্বর সেল থেকে এই বিপুল পরিমাণে সরঞ্জম উদ্ধার হয়েছে।

তিহার জেলে রাখা হয়েছিল নির্ভয়া কাণ্ডের অপরাধীদের। এছাড়াও লিভ ইন সঙ্গীকে খুন করা আফতাবকে এই তিহার জেলে রাখা হয়েছে। গতমাসে আফতাবের জেলে দাবা খেলার ভিডিও সামনে আসে। জেলে আফতাবের সময় কাটছে দাবা খেলে। জেল কর্তৃপক্ষ সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, জেলে শান্তই রয়েছে আফতাব। বেশিরভাগ সময়ে নিজেকে ব্যস্ত রাখে সে।

advertisement

আরও পড়ুন: লক্ষ্য আসলে লোকসভা, ফেব্রুয়ারিতেই বড় পরিকল্পনা বিজেপির! বঙ্গে রথযাত্রা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জেলে আফতাবের সেলে আরও দুই বন্দি রয়েছে। মূলত, তাদের সঙ্গেই সারাদিন দাবা খেলে আফতাব। ওই দুই বন্দি চুরির অপরাধে দোষী। এরই মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে একটি বায়না করেছে আফতাব। বেশ কিছু সাহিত্য এবং উপন্যাসের বই চেয়েছে সে। সেই বইগুলি আফতাবকে দেওয়া হবে বলে জানিয়েছে তিহার জেল কর্তৃপক্ষও। আফতাবের সেলের নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে খবর। পলিগ্রাফ টেস্টে নিয়েও যাওয়ার সময়ে হামলা হয় আফতাবকে নিয়ে যাওয়া ভ্যানের উপর। যদিও সেই হামলায় আফতাবের কোনও ক্ষতি হয়নি, কিন্তু তারপর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে আফতাবের সেলের উপরে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tihar Jail: দেশের সবচেয়ে আলোচিত জেল, সেই তিহারেই অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল