TRENDING:

Police Gives Acid To Prisoner: জেলে প্রচণ্ড মারধর, জল চাইলে অপরাধীকে অ্যাসিড দিল এই রাজ্যের পুলিশ!

Last Updated:

Police Gives Acid To Prisoner: উত্তরপ্রদেশে  অপরাধীদের উপর অত্যাচারের ব্যাপারটা নতুন নয়৷ কিছুদিন আগেই সেখানে মোহিত পান্ডে নামের এক ব্যবসায়ীকে জেলে খুন করা হয়৷ এবার অপরাধীকে  অ্যাসিড খাইয়ে দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জেলে প্রচণ্ড মারধর, জল চাইলে অপরাধীকে অ্যাসিড দিল এই রাজ্যের পুলিশ!
জেলে প্রচণ্ড মারধর, জল চাইলে অপরাধীকে অ্যাসিড দিল এই রাজ্যের পুলিশ!
advertisement

আরও পড়ুন: মদ্যপ স্বামীর অত্যাচার, মাকে বাঁচাতে গিয়ে চোয়াল ভাঙল মেয়ের! বিস্তারিত জানুন

উত্তরপ্রদেশে  অপরাধীদের উপর অত্যাচারের ব্যাপারটা নতুন নয়৷ কিছুদিন আগেই সেখানে মোহিত পান্ডে নামের এক ব্যবসায়ীকে জেলে খুন করা হয়৷ এবার অপরাধীকে  অ্যাসিড খাইয়ে দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত যুবকের পরিবার এবং গ্রামবাসীরা পুলিশ অঞ্চলের আধিকারিকের সঙ্গে দেখা করে দায়ী পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

advertisement

১৪ অক্টোবর রাতে সাইদনগলি থানার বাইরে ছাত্রদের দুটি গোষ্ঠীর মধ্যে মারামারি হচ্ছিল৷ এই সময় সম্বল জেলার পনসুখা মিলক গ্রামের ধর্মেন্দ্র সিং ঝগড়া মেটানোর চেষ্টা করছিলেন। কিন্তু পুলিশ তাকেই ধরে থানায় নিয়ে যায়। ধর্মেন্দ্রর পরিবারের অভিযোগ, সে বারবার পুরো ঘটনার ব্যাখ্যা করলেও পুলিশ কোনও কথা শোনেনি।

আরও পড়ুন: ঘর থেকে ৯ মাসের মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল হিংস্র পশু! এলাকায় প্রবল আতঙ্ক

advertisement

ধর্মেন্দ্রর অবস্থা এখন কেমন? তার ভাই পুষ্পেন্দ্র জানিয়েছেন, ঘটনাটি ঘটার সময় অদিকাংশ পুলিশ কর্মীই মাতাল অবস্থায় ছিল। তাই ধর্মেন্দ্র যখন জল চায়, নেশায় বুঁদ হয়ে থাকা  পুলিশকর্মীরা তাকে অ্যাসিড খাইয়ে দেয়৷ এর ফলে ধর্মেন্দ্রর অবস্থা গুরুতর হয়ে যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

এমন পরিস্থিতিতে তাকে প্রথমে সাইদনগলিতে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং পরে মেরঠে রেফার করা হয়। সেখানে ডাক্তার জানিয়েছেন যে তার অন্ত্র অনেক জায়গায় কেটে গেছে এবং তাকে বাড়ি নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ধর্মেন্দ্রর অবস্থা এখন বেশ খারপ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Police Gives Acid To Prisoner: জেলে প্রচণ্ড মারধর, জল চাইলে অপরাধীকে অ্যাসিড দিল এই রাজ্যের পুলিশ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল