TRENDING:

হাসপাতালে দলিত চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ৩

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: হেনস্থার শিকার হয়ে দলিত চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফাতর করল পুলিশ৷ মৃত চিকিৎসক পায়েল তাদভির মায়ের অভিযোগ অনুযায়ী পায়েলের তিন সিনিয়র ভক্তি মেহারে, হেমা আহুজা ও অঙ্কিতা খান্ডেলওয়ালকে গ্রেফতার করে পুলিশ৷ অভিযোগ অস্বীকার করেছেন তিনজনই৷
advertisement

গত ২২ মে আত্মহত্যা করেন মুম্বইয়ের বিওয়াইএল নায়ার হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ পায়েল তাদভি৷ তার স্বামী সলমন ও মা আবিদা সালিমের অভিযোগ পায়েল দলিত হওয়ার কারণে তাকে হোয়াটসঅ্যাপে ক্রমাগত অপমান করছিলেন ওই তিনজন৷ পায়েলকে শারীরিক হেনস্থা করা হয়েছিল বলেও জানান তারা৷ এমনকী তাদের অভিযোগ পায়েলকে খুনও করা হয়ে থাকতে পারে৷

পায়েলের মা আবিদার বক্তব্য অনুযায়ী, ছোটখাট বিষয় নিয়ে পায়েলকে ক্রমাগতা হেনস্থার শিকার হতে হয়েছিল৷ রোগীদের সামনে তার মুখে ফাইল ছুড়ে মারা হতো৷ তবে আবিদা লিখিত অভিযোগ জানাতে বললেও নিজের কেরিয়ারের ক্ষতি হওয়ার ভয়ে পায়েল রাজি হননি৷

advertisement

অন্যদিকে, তিন অভিযুক্তের দাবি পুলিশ ও মিডিয়ার চাপে তাদের ফাঁসানো হচ্ছে৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ ধারায়(আত্মহত্যায় প্ররোচনা) মামলা রুজু করা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পায়েলের মৃত্যুর পরদিন থেকেই ফাইট ফর জাস্টিস ফর আওয়ার ইয়াঙ্গার সিসটার নাম দিয়ে প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষকে ৮ দিনের মধ্যে জবাব দিতে বলেছে জাতীয় মহিলা কমিশন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
হাসপাতালে দলিত চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার ৩