TRENDING:

Pakistani Spy Arrested: আইএসআই-কে সেনা ছাউনির ছবি- ভিডিও, রাজস্থান থেকে গ্রেফতার পাকিস্তানের চর

Last Updated:

সেনা ছাউনির উল্টোদিকে রান্নার গ্যাসের দোকান। সেনা কর্মীদের রান্নার গ্যাস সরবরাহ করত এক ব্যক্তি। সেই সুযোগকে কাজে লাগিয়ে সেনা ছাউ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-কে সেনা ছাউনির তথ্য পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ (Pakistani Spy Arrested)। রাজস্থান (Rajasthan) পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের সাউদার্ন কমান্ড যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

রাজস্থানের ঝুনঝুনু জেলার তারহার এলাকায় সেনা ছাউনি।রাজস্থান পুলিশের(আইবি) মহানির্দেশক উমেশ কুমার মিশ্র জানিয়েছেন, "ধৃতের নাম সন্দীপ কুমার। সে সেনা ছাউনির উল্টোদিকে একটি রান্নার গ্যাসের দোকান চালায়। সেনা ছাউনিতে গ্যাসের সরবরাহ করত সে (Pakistani Spy)। সেই সুযোগকে কাজে লাগিয়ে পাকিস্তানের হ্যান্ডলারকে সেনা ছাউনির ছবি ও তথ্য পাচার করেছে সে। পুলিশের চোখ এড়াতে ব্যবহার করা হয়েছে হোয়াটসঅ্যাপ অডিও ও ভিডিও কল এবং টেলিগ্রামের মতো অ্যাপ্লিকেশন।"

advertisement

আরও পড়ুন: পুজোর মুখে বড় হামলার ছক! দাউদের ভাইয়ের হাড় হিম করা পরিকল্পনা রুখল দিল্লি পুলিশ

ধৃতের মোবাইল থেকে সেনা ছাউনির ভিতর ও বাইরের বহু ছবি এবং তথ্য মিলেছে। তদন্তকারীরা মনে করছেন এই কাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন। তদন্ত চলছে খুব শীঘ্রই কয়েকজনকে গ্রেপ্তার করা হতে পারে।দ্রুত সন্দীপ কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়েকটি আধুনিক মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেনা ছাউনির ভিতরের ছবি ও ভিডিও পাকিস্তানে পাচার করেছে সে। তার মোবাইল থেকে মিলেছে সেই তথ্য।

advertisement

পুলিশের দাবি, নিয়মিত পাকিস্তানের (Pakistan) হ্যান্ডেলারের সঙ্গে হোয়াটসঅ্যাপ অডিও এবং ভিডিও কলের যোগাযোগ রাখত সন্দীপ।প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র দু'দিন আগেই দিল্লি, উত্তর প্রদেশ ও রাজস্থানে বিশেষ অভিযান চালিয়ে প্রথমে ৬ জন এবং পরে আরও তিনজন জঙ্গিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের বিশেষ শাখার আধিকারিকরা। ধৃত ছ' জনের মধ্যে দু'জন পাকিস্তান থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছে। তারা জানিয়েছে, পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছে আরও ১৪-১৫ জন বাংলাভাষী ভারতীয় নাগরিক। এই তথ্য জানতে পেরে চক্ষু চড়কগাছ দিল্লি পুলিশের বিশেষ শাখার আধিকারিকদের।

advertisement

পাকিস্তানের প্রশিক্ষণ নেওয়া জঙ্গিদের বাংলা যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারী আধিকারিকরা।দিল্লি পুলিশের তরফে আরও জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানে অভিযান চালিয়ে ছ’জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে তাদের বিশেষ শাখার আধিকারিকরা। এদের মধ্যে দু’জন সম্প্রতি পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে এসেছিল।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

দিল্লি-সহ দেশের বিভিন্ন শহরে আসন্ন উৎসবের মরশুমে প্রাণঘাতী ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটানোর ছক কষছিল তারা। স্পেশ্যাল সেলের সিপি নীরজ ঠাকুর জানিয়েছেন, "বিভিন্ন সংগঠনের সন্ত্রাসবাদী মডিউল সম্পর্কে গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশে বড় মাপের অভিযান শুরু করে পুলিশ। সফল অভিযানে তিন রাজ্য থেকে মোট ৬ জন জঙ্গিকে ধরা হয়৷ তাদের কাছ থেকে বেশকিছু বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তাছাড়া ধৃত জঙ্গিদের জেরা করে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Pakistani Spy Arrested: আইএসআই-কে সেনা ছাউনির ছবি- ভিডিও, রাজস্থান থেকে গ্রেফতার পাকিস্তানের চর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল