ললিত মোদি ইস্যুতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছিল সংসদের বাদল অধিবেশন। সংসদ অচল থাকায় একদিকে যেমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়নি তেমনই কোটি কোটি টাকার অপচয় হয়েছে। তাই শীতাকালীন অধিবেশন সচল রাখতে মরিয়া বিজেপি সরকার। সেখানে কাঁটা অসহিষ্ণুতা ইস্যু। দেশজুড়ে এনিয়ে বিতর্ক চলছে। সেই ঝড় সংসদেও আছড়ে পড়ার আশঙ্কা করছে বিজেপি। শীতকালীন অধিবেশন শুরু আগে বৃহস্পতিবার ফের সংসদ সচল রাখার আবেদন জানালেন মোদি। আলোচনা, বিতর্কের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে অধিবেশন চালিয়ে যাওয়ার আবেদন করেন সমস্ত রাজনৈতিক দলের সাংসদের কাছে।
advertisement
জিএসটি থেকে অসহিষ্ণুতা - শীতকালীন অধিবেশনেও কেন্দ্রকে কোণঠাসা করার কোনও কৌশল ছাড়তে চায় না বিরোধীরা। সেখানে চলতি অধিবেশনে আর্থিক পরিষেবা বিল, রাসায়নিক সার বিল, কমিউনিকেশন অ্যান্ড ডিজাইন বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে অসহিষ্ণুতা আলোচনায় শীতকালিন অধিবেশনে নির্দিষ্ট সময় বরাদ্দেরও দাবি মেনে নিয়েছে মোদি সরকার। ২৩ ডিসেম্বর শেষ হবে অধিবেশন। সরকারের লক্ষ্য, অসহিষ্ণুতা হোক বা অন্য কোনও ইস্যুতে সংসদ অচল করতে না পারে বিরোধীরা।