সিএএ কবে কার্যকর হবে, তা নিয়ে আলোচনার শেষ নেই৷ কী ভাবেই বা এই আইন কার্যকর করা হবে, তা নিয়েও নানা জল্পনা আছে৷ তবে দেশের নাগরিকত্ব দেওয়ার এই আইন যে কার্যকর হবেই তা আগে থেকেই ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ এ বার সেটিই কার্যকর করার পথে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার? সূত্র মারফত তেমনই খবর মিলেছে৷ কিন্তু প্রধানমন্ত্রী সেই বিষয়ে কিছু বলবেন কি না, তা নিয়েই এখন শুরু হয়েছে জল্পনা৷
advertisement
ভোটের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ নিয়ে নানারকম জল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে৷ তবে রাজনৈতিক মহলের মতে, মনে করা হচ্ছে, এদিন সিএএ নিয়েই ঘোষণা করতে পারেন৷ যদি সেই ঘোষণা ভোটের মুখে করা হয়, তা হলে ভোটের ময়দানে রাজনৈতিক সমীকরণ অনেকটাই পাল্টে যাবে, পাল্টে যাবে ভোটের ইস্যু৷
যদিও আগাগোড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন, তিনি সিএএস ও এনআরসি কোনও ভাবেই করতে দেবেন না৷ কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে বিরোধিতার একাধিক প্রশ্নের পাশাপাশি, বারংবার তিনি সিএএ ও এনআরসি নিয়েও বিরোধিতার কথা প্রকাশ করেছেন৷ এর পর তিনি কী অবস্থান গ্রহণ করেন, সেদিকেও তাকিয়ে থাকবেন অনেকে৷
