TRENDING:

মেট্রোয় সওয়ারি প্রধানমন্ত্রী, আবদার মেনে তুললেন দেদার সেলফি,দেখুন ভিডিও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইসকন গ্লোরি অব ইন্ডিয়া কালচারাল সেন্টারে ৮০০ কেজি গীতার উদ্বোধন অনুষ্ঠান ৷ সেই অনুষ্ঠানে যেতে দিল্লি মেট্রোতে সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বালাকোটে ভারতীয় বায়ুসেনার হানার পরে রীতিমতো সাড়া পড়েছে আন্তর্জাতিক মহলে।
advertisement

কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারাটাদিন কাটালেন বিভিন্ন ব্যস্ততার মধ্যেই ৷ কড়া নিরাপত্তায় মুড়ে থাকা কনভয় ছেড়ে উঠে পড়েন মেট্রোতে ৷ একইভাবে মেট্রোর মধ্যে প্রধানমন্ত্রীকে দেখে প্রথমটায় হকচকিয়ে যান মেট্রোযাত্রীরা ৷

প্রধানমন্ত্রী মেট্রোতে যে আসনটিতে বসেছিলেন, সেটি ফাঁকাই রাখা হয়েছিল নিরাপত্তার কারণে ৷ মোদি নিজেই যাত্রীদের তাঁর পাশে বসতে বলেন ৷ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই ছবি তোলার হিড়িক পড়ে যায় ৷ চলে সেলফি তোলার আবদারও ৷ আর তাঁদের আবদারে সাড়া দিয়ে দেদার সেলফি, গ্রুপফি তোলেন মোদি ৷

advertisement

দিল্লির খান মার্কেট স্টেশন থেকে মেট্রোতে চাপেন মোদি ৷ সেই কারণে মেট্রো স্টেশনে নিরাপত্তা বহু গুণ বাড়ানো হয়েছিল ৷ পাশাপাশি সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে অন্যান্য কামরাতেও নিরাপত্তা বাড়ানো হয় ৷ সংখ্যালঘু যাত্রী, মহিলা, তরুণ-তরুণী সবাইকে নিয়ে ছবি তুললেন। সকলের মধ্যেই তৈরি হয়েছিল উন্মাদনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
মেট্রোয় সওয়ারি প্রধানমন্ত্রী, আবদার মেনে তুললেন দেদার সেলফি,দেখুন ভিডিও