কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারাটাদিন কাটালেন বিভিন্ন ব্যস্ততার মধ্যেই ৷ কড়া নিরাপত্তায় মুড়ে থাকা কনভয় ছেড়ে উঠে পড়েন মেট্রোতে ৷ একইভাবে মেট্রোর মধ্যে প্রধানমন্ত্রীকে দেখে প্রথমটায় হকচকিয়ে যান মেট্রোযাত্রীরা ৷
প্রধানমন্ত্রী মেট্রোতে যে আসনটিতে বসেছিলেন, সেটি ফাঁকাই রাখা হয়েছিল নিরাপত্তার কারণে ৷ মোদি নিজেই যাত্রীদের তাঁর পাশে বসতে বলেন ৷ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই ছবি তোলার হিড়িক পড়ে যায় ৷ চলে সেলফি তোলার আবদারও ৷ আর তাঁদের আবদারে সাড়া দিয়ে দেদার সেলফি, গ্রুপফি তোলেন মোদি ৷
advertisement
দিল্লির খান মার্কেট স্টেশন থেকে মেট্রোতে চাপেন মোদি ৷ সেই কারণে মেট্রো স্টেশনে নিরাপত্তা বহু গুণ বাড়ানো হয়েছিল ৷ পাশাপাশি সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে অন্যান্য কামরাতেও নিরাপত্তা বাড়ানো হয় ৷ সংখ্যালঘু যাত্রী, মহিলা, তরুণ-তরুণী সবাইকে নিয়ে ছবি তুললেন। সকলের মধ্যেই তৈরি হয়েছিল উন্মাদনা।