TRENDING:

বাজেট অধিবেশনে বিরোধীদের কাছে সুস্থ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

Last Updated:

বাজেট অধিবেশনের সূচনার আগে রাজনৈতিক দলগুলিকে সংসদে সুস্থ বিতর্কে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সংসদে মঙ্গলবার থেকে শুরু হল বাজেট অধিবেশন ৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ দিয়ে এদিন শুরু হয় বাজেট অধিবেশন ৷ আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট ৷ এই প্রথম একসঙ্গে পেশ হতে চলেছে সাধারণ ও রেল বাজেট  ৷ বাজেট অধিবেশনের সূচনার আগে রাজনৈতিক দলগুলিকে সংসদে সুস্থ বিতর্কে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আশা করি অধিবেশন ভাল হবে ৷ আশা করি ভাল আলোচনা হবে ৷ আলোচনা ও তর্ক-বিতর্কে প্রস্তুত সরকার ৷’
advertisement

এদিন মোদি জানান, নোট বাতিলের জেরে শীতকালীন অধিবেশন শান্তিপূর্ণ হয়নি ৷ কিন্তু তার যাতে  পুনরাবৃত্তি না ঘটে সেটাই তিনি আশা করেন সমস্ত বিরোধীদের থেকে ৷ তবে বাজেট অধিবেশনে চিত্রটা খুব একটা বদলাবে না বলেই মনে করছে ওয়াকিবহল মহল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে তৃণমূল কংগ্রেস মোদির সঙ্গে কতটা সহযোগিতা করবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারকে জোরালো ধাক্কা দিকে এবার বাজেট বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারির অধিবেশনে দলীয় সাংসদরা হাজির থাকবেন না বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বাজেট অধিবেশনে বিরোধীদের কাছে সুস্থ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল