TRENDING:

বাজেট অধিবেশনে বিরোধীদের কাছে সুস্থ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর

Last Updated:

বাজেট অধিবেশনের সূচনার আগে রাজনৈতিক দলগুলিকে সংসদে সুস্থ বিতর্কে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সংসদে মঙ্গলবার থেকে শুরু হল বাজেট অধিবেশন ৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষণ দিয়ে এদিন শুরু হয় বাজেট অধিবেশন ৷ আগামীকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি পেশ হবে সাধারণ বাজেট ৷ এই প্রথম একসঙ্গে পেশ হতে চলেছে সাধারণ ও রেল বাজেট  ৷ বাজেট অধিবেশনের সূচনার আগে রাজনৈতিক দলগুলিকে সংসদে সুস্থ বিতর্কে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আশা করি অধিবেশন ভাল হবে ৷ আশা করি ভাল আলোচনা হবে ৷ আলোচনা ও তর্ক-বিতর্কে প্রস্তুত সরকার ৷’
advertisement

এদিন মোদি জানান, নোট বাতিলের জেরে শীতকালীন অধিবেশন শান্তিপূর্ণ হয়নি ৷ কিন্তু তার যাতে  পুনরাবৃত্তি না ঘটে সেটাই তিনি আশা করেন সমস্ত বিরোধীদের থেকে ৷ তবে বাজেট অধিবেশনে চিত্রটা খুব একটা বদলাবে না বলেই মনে করছে ওয়াকিবহল মহল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
সময়ে চাষ করলে মিলবে ৩বার ফলন, ২ মাসেই প্রচুর টাকা লাভের সুযোগ ব্রকোলি চাষে
আরও দেখুন

তবে তৃণমূল কংগ্রেস মোদির সঙ্গে কতটা সহযোগিতা করবে তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েই যাচ্ছে ৷ কেন্দ্রীয় সরকারকে জোরালো ধাক্কা দিকে এবার বাজেট বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারির অধিবেশনে দলীয় সাংসদরা হাজির থাকবেন না বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বাজেট অধিবেশনে বিরোধীদের কাছে সুস্থ আলোচনার আহ্বান প্রধানমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল