প্রজাতন্ত্র দিবসের ভাষণে ভারতের সংবিধান রচয়িতা মহাপুরুষ এবং মহিলাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি দেশের গণতন্ত্র, মর্যাদা ও ঐক্যের ভিত্তিতে চলার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের সাংবিধানিক আদর্শ রক্ষা করার জন্য নতুনভাবে প্রতিশ্রুতি প্রদান করেন।
আরও পড়ুন- বিরাট সুখবর! মাটির নীচে বৃহত্তম ‘স্টেশন’! এশিয়ায় এই প্রথম…কলকাতার মুকুটেই নয়া পালক?
advertisement
মোদি বলেন, “আমাদের দেশ আরও শক্তিশালী ও সমৃদ্ধশালী হওয়ার জন্য এই আদর্শগুলো অবলম্বন করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, “ভারতের জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় বৈচিত্র্য একটি অমূল্য সম্পদ, যা আমাদের একতাবদ্ধ রাখে। দেশের উন্নতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আমরা সকলেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানের প্রতি পূর্ণ আস্থাশীল থাকি।”
মোদি বলেন, “ভারতের সংবিধান শুধু একটি আইনসংকলন নয়, এটি আমাদের সমাজের নৈতিক ভিত্তি।” তিনি আরও জানান, দেশের উন্নয়নে ন্যায়ের, শান্তির ও সহনশীলতার গুরুত্ব অপরিসীম, এবং প্রতিটি নাগরিকের দায়িত্ব হল সংবিধানের অধীনে মিলিতভাবে কাজ করা। সরকারের লক্ষ্য হবে দেশের প্রতিটি কোণায় এই আদর্শগুলি প্রতিষ্ঠিত করা, যাতে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত হয়।
এছাড়া, প্রধানমন্ত্রী দেশের যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, তারা আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত থাকুক এবং দেশের সম্মান ও মর্যাদাকে পৃথিবীর দরবারে তুলে ধরুক।