TRENDING:

'সংবিধান কেবলমাত্র আইন সংকলন নয়...' রচয়িতাদের শ্রদ্ধা জানিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা মোদির!

Last Updated:

Narendra Modi On Republic Day: প্রধানমন্ত্রী দেশের যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, তারা আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত থাকুক এবং দেশের সম্মান ও মর্যাদাকে পৃথিবীর দরবারে তুলে ধরুক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লি: ২৬ জানুয়ারি ২০২৫, ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লির ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর, তিনি রাজপথে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন, যেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বায়ুসেনার MI-17 হেলিকপ্টার থেকে আকাশপথে পুষ্পবৃষ্টি করা হয়, যা অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ ছিল।
২৬ জানুয়ারি ২০২৫, ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর, তিনি দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন, যেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বায়ুসেনার MI-17 হেলিকপ্টার থেকে আকাশপথে পুষ্পবৃষ্টি করা হয়, যা অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল।
২৬ জানুয়ারি ২০২৫, ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ন্যাশনাল ওয়্যার মেমোরিয়ালে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর, তিনি দিল্লির কর্তব্যপথে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশগ্রহণ করেছেন, যেখানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, বায়ুসেনার MI-17 হেলিকপ্টার থেকে আকাশপথে পুষ্পবৃষ্টি করা হয়, যা অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল।
advertisement

প্রজাতন্ত্র দিবসের ভাষণে ভারতের সংবিধান রচয়িতা মহাপুরুষ এবং মহিলাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি দেশের গণতন্ত্র, মর্যাদা ও ঐক্যের ভিত্তিতে চলার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের সাংবিধানিক আদর্শ রক্ষা করার জন্য নতুনভাবে প্রতিশ্রুতি প্রদান করেন।

আরও পড়ুন- বিরাট সুখবর! মাটির নীচে বৃহত্তম ‘স্টেশন’! এশিয়ায় এই প্রথম…কলকাতার মুকুটেই নয়া পালক?

advertisement

মোদি বলেন, “আমাদের দেশ আরও শক্তিশালী ও সমৃদ্ধশালী হওয়ার জন্য এই আদর্শগুলো অবলম্বন করতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, “ভারতের জাতিগত, ভাষাগত এবং ধর্মীয় বৈচিত্র্য একটি অমূল্য সম্পদ, যা আমাদের একতাবদ্ধ রাখে। দেশের উন্নতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আমরা সকলেই একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানের প্রতি পূর্ণ আস্থাশীল থাকি।”

advertisement

advertisement

আরও পড়ুন- ২৩ বছর বয়সেই ২৫০ কোটির সম্পত্তির ‘মালকিন’! প্রতি পর্বে নেন ১৮ লাখ…! শাহরুখের চেয়েও বেশি ‘ফলোয়ার’! কে এই নায়িকা?

মোদি বলেন, “ভারতের সংবিধান শুধু একটি আইনসংকলন নয়, এটি আমাদের সমাজের নৈতিক ভিত্তি।” তিনি আরও জানান, দেশের উন্নয়নে ন্যায়ের, শান্তির ও সহনশীলতার গুরুত্ব অপরিসীম, এবং প্রতিটি নাগরিকের দায়িত্ব হল সংবিধানের অধীনে মিলিতভাবে কাজ করা। সরকারের লক্ষ্য হবে দেশের প্রতিটি কোণায় এই আদর্শগুলি প্রতিষ্ঠিত করা, যাতে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এছাড়া, প্রধানমন্ত্রী দেশের যুব সমাজকে উদ্দেশ্য করে বলেন, তারা আগামী দিনে দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত থাকুক এবং দেশের সম্মান ও মর্যাদাকে পৃথিবীর দরবারে তুলে ধরুক।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'সংবিধান কেবলমাত্র আইন সংকলন নয়...' রচয়িতাদের শ্রদ্ধা জানিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে বিশেষ বার্তা মোদির!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল