প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাবেই সক্রিয়৷ ট্যুইটারে নিয়মিত তাঁর পোস্ট দেখা যায়৷ হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তিনি ততটাই সক্রিয় থাকবেন বলেই মনে করা হচ্ছে৷ রাজনৈতিক মহলের মতে বিজেপি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে যোগ তৈরি করতে জোর দেবে৷ নতুন পার্লামেন্টে সংসদের কাজকর্ম শুরু হওয়ার দিনেই এসেছে মোদির হোয়াটসঅ্যাপে যোগ দেওয়ার খবর৷
advertisement
আগে বুঝে নিতে হবে, এই চ্যানেল বিষয়টি আসলে কী! হোয়াটসঅ্যাপ চ্যানেল হল একটি একমুখী বা ওয়ানওয়ে ব্রডকাস্টিং চ্যানেল, যেটিতে অ্যাডমিন মেসেজ, ছবি ও ভিডিও পাঠাতে পারবে৷ এই চ্যানেলের অপশনটি পাওয়া যাবে হোয়াটসঅ্যাপের আপডেটস অপশনে৷ সেখানে আপনি চ্যানেল দেখে ঠিক করতে পারবেন, কাকে আপনি ফলো করতে পারবেন, কাকে পারবেন না৷ এগুলি সাধারণ চ্যাট বা গ্রুপের থেকে আলাদা হবে৷
কী ভাবে আপনি নরেন্দ্র মোদির হোয়াটসঅ্যাপের চ্যানেল খুঁজে পাবেন? আপনাকে অ্যান্ড্রয়েড বা আইওএসে হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেট ট্যাবে যেতে হবে৷ তারপর সেখান থেকে নরেন্দ্র মোদি চ্যানেল খুঁজে বার করতে হবে, সেটিকে আপনি ফলো করতে পারবেন৷