TRENDING:

করোনা যুদ্ধে জয়লাভে নয়া হাতিয়ার আয়ুর্বেদ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্স গঠন

Last Updated:

হোমিপ্যাথিক ওষুধে বাজিমাতের তোড়জোড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতে ক্রমশই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে ৷ এই সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়ুস বা আয়ুর্বেদ মন্ত্রালয়ের অন্তর্গত একটি টাস্কফোর্স গঠন করেছেন ৷ কেন্দ্রীয় আয়ুর্বেদ সংক্রান্ত বিষয়ক মন্ত্রী শ্রীপাদ যশো নায়েক জানিয়েছেন আইসিএমআর এবং টাস্কফোর্স কোরনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে লড়তে একসঙ্গে কাজ করবে ৷ শ্রীপাদ যশো নায়েক এক বিবৃতিতে জানিয়েছেন একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে যা আইসিএমআরের সঙ্গে মিলেমিশে কাজ করবে ৷
advertisement

এরফলে আযুর্বেদ ও পারস্পরিক ওষুধকে মেডিক্যাল সূত্রে ফেলে কোভিড-১৯ এর বিরুদ্ধে প্রয়োগ করার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে ৷ আয়ুর্বেদ ও হোমিও প্যাথিক ওষুধ ভয়ঙ্কর করোনার বিরুদ্ধে অত্যন্ত ফলপ্রসু হবে বলেই মনে কার হচ্ছে ৷ এমন এক সময়ের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে তাতে অ্যালোপ্যাথিক ওষুধের সঙ্গে হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ওষুধের মাধ্যমে করোনা রোগীদের চিকিৎসা করা হবে ৷

advertisement

এর আগে শ্রীপাদ যশোনায়েক ব্রিটেনের প্রিন্স চালর্সকে নিয়ে জানিয়েছেন ৷ বেঙ্গালুরুর এক আয়ুর্বেদ চিকিৎসক দাবি করেছিলেন ৷ তাঁর সূত্রে সৃষ্ট ওষুধই প্রিন্স চালর্সকে সুস্থ করেছে ৷ একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন আয়ুর্বেদ ও হোমিওপ্যাথিকের মাধ্যমে ভারতে করোনা ভাইরাসের চিকিৎসা করা হয়েছে বর্তমানের সঙ্কটের মোকাবিলা করতে আযুর্বেদ ও হোমিওপ্যাথিক অত্যন্ত ফলদায়ী একটি ওষুধ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্তমানে কেবলমাত্র এক তৃতীয়াংশ হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা করা হচ্ছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
করোনা যুদ্ধে জয়লাভে নয়া হাতিয়ার আয়ুর্বেদ, প্রধানমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্স গঠন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল