দেশে করোনার উপদ্রব ফের বাড়ছে। এমন সময়ে সকলে যেন যথাযথ নিয়ম মেনে সুস্থ থাকেন, 'মন কি বাত' অনুষ্ঠানে আরও একবার সে কথা মনে করিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। তাঁকে বলতে শোনা যায়, "উৎসব পালন করুন। কিন্তু সব সময়ে সাবধানতা অবলম্বন করুন।"
ফের বাড়ছে করোনা। গত দু'বছরের তুলনায় মানুষের মনে করোনা নিয়ে আতঙ্ক কমেছে। মাস্ক পরা শিকেয় উঠেছে। ফের ভিড় জমেছে দোকানে-বাজারে। সামাজিক দূরত্ব এখন অতীত। তবে এ সবের মাঝে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে কোভিড। নতুন ভ্যারিয়েন্ট কতটা বিপজ্জনক হতে পারে, তা নিয়ে ফের আশঙ্কায় পড়েছেন চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন: একা কংগ্রেস নয়, রাহুলের সাংসদ পদ বাতিল হতেই বদলে গেল কেজরীওয়ালের অবস্থানও
আরও পড়ুন: নীলাদ্রি নেহাত ছোট কেউ নয়, এবার বেরোবে বিরাট সত্য? নিয়োগ দুর্নীতিতে বড় পর্দাফাঁস
করোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে H3N2 সংক্রমণও। দুই ভাইরাসের লক্ষণ প্রায় এক। তাই বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের চিকিৎসা করতে নাজেহাল হতে হচ্ছে। তাই এ হেন অবস্থায় সকলে যাতে সুস্থ থাকেন, দেশবাসীর উদ্দেশে সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী।