TRENDING:

গিনেস বুকেও এবার মোদি

Last Updated:

গিনেস বুক অফ রেকর্ডসে উঠল মোদির নাম ৷ না রাজনৈতিক কোনও কৃতিত্বের জন্য বিশ্ববিখ্যাত রেকর্ডবুকে জায়গা করে নেননি মোদি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গিনেস বুক অফ রেকর্ডসে উঠল মোদির নাম ৷ না রাজনৈতিক কোনও কৃতিত্বের জন্য বিশ্ববিখ্যাত রেকর্ডবুকে জায়গা করে নেননি মোদি ৷ বরং এর জন্য কৃতিত্ব দেওয়া যায় মোদির স্টাইল স্টেটমেন্টকে ৷
advertisement

মোদির পরিহিত দশ লাখি ‘মোদি স্যুট’ প্রায় পাঁচ কোটি টাকা দিয়ে কিনে গিনেস বুকে নাম তুললেন ভারতীয় ব্যবসায়ী ৷ চলতি বছরের জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে ভারতে অভ্যর্থনা জানানোর সময় এই স্যুটটি পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নীল কাপড় দিয়ে তৈরি স্যুটটির সারা গায়ে সোনার তার দিয়ে খোদাই করা ছিল নরেন্দ্র দামোদরদাস মোদী। এটিই ভারতের সবথেকে দামী ও বহুল আলোচিত স্যুট ৷ রাতারাতি সোস্যাল মিডিয়ার দৌলতে গোটা দুনিয়ায় বিখ্যাত হয়ে যায় মোদির এই স্টাইল ৷ স্যুটের দাম কত হতে পারে সেই নিয়ে চলে লম্বা তর্ক-বিতর্ক ৷

advertisement

Pic Courtesy- Guinness Records website

তবে শুধুই প্রশংসা নয়, স্যুটটির জন্য বিরোধীদের বহু কটাক্ষও হজম করতে হয়েছে মোদিকে ৷ যে দেশে অর্ধেক মানুষ দু’বেলা ভালভাবে খেতে পায় না, সেখানে এই স্যুট শুধু মাত্রই বিলাসিতা এবং মোদির আত্মরতির নমুনা বলে মোদির বিরুদ্ধে আক্রমণ শানান বিরোধীরা ৷

advertisement

পরে সমালোচনা থেকে বাঁচতে গঙ্গা পরিষ্কার প্রকল্পের জন্য টাকা জোগাড়ে আয়োজিত নিলামে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে পাওয়া ৪০০টি অন্যান্য উপহারের সঙ্গে এই স্যুটটিও নিলামে দিয়ে দেন মোদি ৷

Pic Courtesy- Guinness Records website

advertisement

ফেব্রুয়ারিতে মোদি স্যুটের তিন দিন ব্যাপী নিলাম গোটা বিশ্বের কাগজে শিরোনাম তৈরি করে ৷ নিলামে দশ লাখি ‘মোদি’ স্যুটটির জন্য ৪ কোটি ৩১ লক্ষ ৩১ হাজার ৩১১ টাকা দাম হেঁকে কিনে নেন সুরাতের হিরে ব্যবসায়ী লালজিভাই তুলসিভাই পটেল ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশ্বের সবচেয়ে দামি স্যুট কেনার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন লালজিভাই তুলসিভাই পটেল ৷ সঙ্গে নাম নথিভুক্ত হয়েছে প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্যুটটিরও ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
গিনেস বুকেও এবার মোদি