সেই পোস্টটি তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আবহমান ঐতিহ্য-তালিকায় দীপাবলির জায়গা পাওয়াটা সারা বিশ্বে এই উৎসবের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে। প্রভু শ্রী রামের আদর্শ অনন্তকাল আমাদের পথ দেখাক।’
আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জরুরি আপডেট, বৃত্তির টাকা পেতে দিতে হবে এই সার্টিফিকেট! অবশ্যই জানুন
ভারতের আলোর উৎসব, দীপাবলি, আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় যুক্ত হয়েছে। ১ ডিসেম্বর ঘোষিত শিলালিপিটি এই উৎসবের গভীর সাংস্কৃতিক তাৎপর্য এবং ভারত ও বিশ্বজুড়ে সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রে এর ভূমিকাকে স্বীকৃতি দেয়।
আরও পড়ুন: শীতের বাজারে ছেয়েছে ভেজাল গুড়, খাঁটি গুড় চিনবেন দেখে না গন্ধে? জানুন গুড় চেনার গূঢ় রহস্য
ইউনেস্কো জানিয়েছে যে, দীপাবলি আশা, পুনর্নবীকরণ এবং খারাপের উপর ভালর জয়ের মতো সর্বজনীন মূল্যবোধের প্রতীক, একই সঙ্গে প্রদীপ তৈরি, রঙ্গোলি, উৎসবমুখর খাবার এবং অন্যান্য সম্প্রদায়ের আচার-অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত শৈল্পিক ও কারুশিল্প ঐতিহ্যকেও তুলে ধরে। সংস্থাটি উল্লেখ করেছে যে হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ-সহ লক্ষ লক্ষ ধর্মাবলম্বী এই উৎসব পালন করে, যা এটিকে বিশ্বব্যাপী গুরুত্বের একটি ভাগ করা সাংস্কৃতিক অভিব্যক্তি করে তোলে।
