TRENDING:

PM Modi Welcomes Diwali UNESCO: দুর্গাপুজোর পথ ধরে দীপাবলি উৎসবকে ইউনেস্কোর বিশ্বস্বীকৃতি, আপ্লুত প্রধানমন্ত্রী লিখলেন, 'দুনিয়ার সব ভারতীয় আজ দারুণ খুশি'!

Last Updated:

PM Modi Welcomes Diwali UNESCO: ইউনেস্কোর তরফে বুধবার এক্স হ্যান্ডলে এই ঘোষণা করে অভিনন্দন জানানো হয়েছে ভারতকে। পোস্টটি তুলে ধরে বিশ্ববাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বাংলার দুর্গাপুজোর পথ ধরে ভারতের দীপাবলি উৎসবও জায়গা করে নিল ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ অর্থাৎ আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য-এর তালিকায়। ইউনেস্কোর তরফে বুধবার এক্স হ্যান্ডলে এই ঘোষণা করে অভিনন্দন জানানো হয়েছে ভারতকে।
দীপাবলি উৎসবকে ইউনেস্কোর বিশ্বস্বীকৃতি
দীপাবলি উৎসবকে ইউনেস্কোর বিশ্বস্বীকৃতি
advertisement

সেই পোস্টটি তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আবহমান ঐতিহ্য-তালিকায় দীপাবলির জায়গা পাওয়াটা সারা বিশ্বে এই উৎসবের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে। প্রভু শ্রী রামের আদর্শ অনন্তকাল আমাদের পথ দেখাক।’

আরও পড়ুন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জরুরি আপডেট, বৃত্তির টাকা পেতে দিতে হবে এই সার্টিফিকেট! অবশ্যই জানুন

ভারতের আলোর উৎসব, দীপাবলি, আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় যুক্ত হয়েছে। ১ ডিসেম্বর ঘোষিত শিলালিপিটি এই উৎসবের গভীর সাংস্কৃতিক তাৎপর্য এবং ভারত ও বিশ্বজুড়ে সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করার ক্ষেত্রে এর ভূমিকাকে স্বীকৃতি দেয়।

advertisement

আরও পড়ুন: শীতের বাজারে ছেয়েছে ভেজাল গুড়, খাঁটি গুড় চিনবেন দেখে না গন্ধে? জানুন গুড় চেনার গূঢ় রহস্য

সেরা ভিডিও

আরও দেখুন
সিভিক ভলেন্টিয়ারকে গার্ড অফ অনার, গান স্যালুটে শেষ বিদায়! আসল কারণ জানলে চোখে জল আসবে
আরও দেখুন

ইউনেস্কো জানিয়েছে যে, দীপাবলি আশা, পুনর্নবীকরণ এবং খারাপের উপর ভালর জয়ের মতো সর্বজনীন মূল্যবোধের প্রতীক, একই সঙ্গে প্রদীপ তৈরি, রঙ্গোলি, উৎসবমুখর খাবার এবং অন্যান্য সম্প্রদায়ের আচার-অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত শৈল্পিক ও কারুশিল্প ঐতিহ্যকেও তুলে ধরে। সংস্থাটি উল্লেখ করেছে যে হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধ-সহ লক্ষ লক্ষ ধর্মাবলম্বী এই উৎসব পালন করে, যা এটিকে বিশ্বব্যাপী গুরুত্বের একটি ভাগ করা সাংস্কৃতিক অভিব্যক্তি করে তোলে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi Welcomes Diwali UNESCO: দুর্গাপুজোর পথ ধরে দীপাবলি উৎসবকে ইউনেস্কোর বিশ্বস্বীকৃতি, আপ্লুত প্রধানমন্ত্রী লিখলেন, 'দুনিয়ার সব ভারতীয় আজ দারুণ খুশি'!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল