TRENDING:

দীপাবলিতে কেদারনাথে সেনা-জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে মেতে উঠবেন মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দীপাবলি-তে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

গত চার বছরের মত এবারও ভারতের সেনা জওয়ানদের সঙ্গেই দিনটা কাটাবেন মোদি ৷ বুধবার সকালে ৯.৪৫ নাগাদ কপ্টারে করে কেদারনাথ পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷ মন্দিরে পুজো দিয়ে সোজা চলে যাবেন কেদারপুরি প্রজেক্টের কাছে ৷  কেদারপুরি পুনর্নিমাণের কাজ কতদূর কি এগোল ? সেই বিষয়টিই খতিয়ে দেখতে ওই এলাকায় যাবেন তিনি ৷

এরপরই সেনা জওয়ানদেরকে শুভেচ্ছা জানাতে সীমান্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

advertisement

দীপাবলির সকালে প্রধানমন্ত্রীকে হিন্দী ভাষায় শুভেচ্ছা জানালন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানইয়াহু ৷ ট্যুইট করে বেনজামিনকে ধন্যবাদও জানান মোদি ৷ পাশাপাশি দিওয়ালির সমস্ত ছবিও তিনি শেয়ার করবেন বেনজামিনের সঙ্গে ৷ সেই প্রতিশ্রুতিও দেন মোদি ৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দিওয়ালি কাটিয়েছিলেন সিয়াচেন সীমান্তে ৷ এরপর থেকে প্রতি বছরই সীমান্তেই সময় কাটান তিনি ৷ কখনও জম্মু-কাশ্মীর, হিমাচল কিংবা কখনও অমৃতসরে ৷ প্রতি বছরের মত এবারও কেদারনাথে সেনা জওয়ানদের গিয়ে চমক দেবেন মোদি ৷ প্রত্যেককে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিওয়ালির শুভেচ্ছা জানান তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দীপাবলিতে কেদারনাথে সেনা-জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে মেতে উঠবেন মোদি