আমজনতার জন্য ৩.৯ লক্ষ বর্গমিটার সবুজ ক্ষেত্র তৈরি করা হয়েছে। মোট সাড়ে ১৬ কিলোমিটার ঝকঝকে রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে, সাধারণ মানুষের চলাফেরার জন্য। কর্তব্যপথের দুদিকে থাকবে চল্লিশটি করে ভেন্ডর। ২৪ ঘন্টার পার্কিং এলাকায় ১২০০ গাড়ি এবং ৪০ টি বাসপাত করার বন্দোবস্ত থাকছে। আজ সন্ধ্যা সাতটায় কর্তব্য পথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
advertisement
আরও পড়ুন: খুনের মোটিভ ভাবাচ্ছে তদন্তকারীদের, বাগুইহাটি জোড়া খুনে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
তবে আমজনতার জন্য কর্তব্য পথ খোলা হবে ৯ সেপ্টেম্বর। নতুন চেহারার রাজপথে অর্থাৎ কর্তব্য পথে পাঁচটি ভেন্ডিং তৈরি করা হয়েছে। কর্তব্য পথের পাশাপাশি ইন্ডিয়া গেটে গ্রানাইডে তৈরি করা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচন করা হবে। এদিকে নেতাজীর মূর্তি উন্মোচন অনুষ্ঠান নিয়ে ক্ষুণ্ন নেতাজি কন্যা অনিতা বসু পাফ।
আরও পড়ুন: 'সিবিআই তদন্তে খুশি নই', কোন ঘটনায়? ফের বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
তিনি নিউজ 18 বাংলা-কে বলেন, "গত ৩ সেপ্টেম্বর আমাকে এবং অন্যান্যদের অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ করা হয়। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আমন্ত্রণ জানায়। ২৯ অগাস্ট একই ঘটনা ঘটায় আমি সতর্ক ছিলাম। সেপ্টেম্বরের দুই তিন তারিখ পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না। আগামীকালের অনুষ্ঠানে তেমনভাবে কেউ থাকবেন না। আমি যতটা জানি অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী মোদি থাকবেন এবং আমি দূর থেকে শুধুমাত্র তাঁকে দেখতে পাবো।" অনিতা জানিয়েছেন, আয়োজন নিয়ে তিনি মোটেই খুশি নন। তবে মূর্তি নিয়ে তিনি সন্তুষ্ট। তিনি বলেন, "৮ সেপ্টেম্বর তারিখের সঙ্গে নেতাজির কোনও সম্পর্ক নেই। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন অথবা আজাদ হিন্দ বাহিনীর গঠনের দিন ২১ অক্টোবর এই মূর্তি বসানো উচিত ছিল।"
