প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৩ এবং ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরশাহীতে সরকারি সফরে যাবেন৷ ২০১৫ সাল থেকে এই নিয়ে তাঁর সপ্তম এবং গত আট মাসে তৃতীয় সফর৷ আগামী ১৪ তারিখই এই মন্দির উদ্বোধন করা হবে।
advertisement
আরও পড়ুন: ‘কেমন আছেন?’ মিঠুনকে ফোন মোদির! জরুরি স্বাস্থ্য বুলেটিন, শরীর কেমন ‘মহাগুরু’র?
প্রথম দিন, আবুধাবির জায়েদ স্পোর্টস সিটিতে একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আর তার পরের দিন ১৪ তারিখ রাজধানীতে বিএপিএস হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন। বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার নতুন মন্দির। চলতি মাসে উদ্বোধন হয়ে গেলেও ১ মার্চ থেকে জনসাধারণের জন্য দরজা খোলা হবে এই মন্দিরের।
বিএপিএস স্বামীনারায়ণ সংস্থার নতুন মন্দির। চলতি মাসে উদ্বোধন হয়ে গেলেও ১ মার্চ থেকে জনসাধারণের জন্য দরজা খোলা হবে এই মন্দিরে। কমপ্লেক্সের ভিতর দর্শনার্থীদের জন্য জায়গা, প্রার্থনা করার জায়গা, প্রদর্শনীর জায়গা, বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা, বাগান, ফুড কোর্ট, বইয়ের দোকান এবং অন্যান্য সুবিধা রয়েছে।