TRENDING:

Modi in Rajasthan : নবম বর্ষপূর্তিতে কেন্দ্রের সাফল্য প্রচারে ৩১ মে রাজস্থানের আজমেড়ে সভা মোদির

Last Updated:

Modi in Rajasthan : আগামী ৩১ মে আজমেড়ে জনসভার কর্মসূচি প্রধানমন্ত্রীর। কেন্দ্রের সাফল্য প্রচারের কর্মসূচির অংশ হিসাবে এই সভার আয়োজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর, (রাজস্থান) :বিদেশ সফর সেরে দেশে ফিরে আগামী ৩১ মে রাজস্থানের আজমেড়ে জনসভার কর্মসূচি প্রধানমন্ত্রীর। রাজ্য বিজেপির সভাপতি সিপি যোশী জানিয়েছেন, মোদি সরকারের নবম বর্ষপূর্তিতে কেন্দ্রের সাফল্য প্রচারের যে কর্মসূচি দলের তরফে নেওয়া হয়েছে তারই অংশ হিসাবে নরেন্দ্র মোদির এই সভার আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদি
প্রধানমন্ত্রী মোদি
advertisement

রাজনৈতিক মহল অবশ্য অন্য অঙ্ক দেখছে। চলতি বছরের শেষের দিকে রা্জস্থানে বিধানসভা নির্বাচন। কংগ্রেস শাসিত এই রাজ্যে পাইলট-গেহলট গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যথেষ্ট অস্বস্তিতে দলের হাইকম্যান্ড। আর একারণেই মোদিকে সামনে রেখে এবার প্রচার শুরু করে দিচ্ছে পদ্ম শিবির।

অবশ্য নরেন্দ্র মোদি সরকারের নবম বর্ষপূর্তিতে কেন্দ্রের সাফল্য প্রচারের জন্য ইতিমধ্যেই দেশ জুড়ে সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগামী ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত, অর্থাৎ পরবর্তী এক মাস ধরে চলবে মহা জন সম্পর্ক অভিযান নামে ওই প্রচার কর্মসূচি। দেশের ৫৪৩টি লোকসভা আসনেই প্রচারে নামার পরিকল্পনা রয়েছে বিজেপি নেতৃত্বের।

advertisement

আরও পড়ুন: ‘লঙ্কার গুঁড়ো’, ‘লাল পাউডার’, ‘চায়না বারুদ’…! এগরা-বজবজ কাণ্ডে গোয়েন্দাদের নজরে এরা ‘কারা’? তোলপাড় বাংলা

ওই সব জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির জাতীয় স্তরের নেতারা। কেন্দ্রের বিজেপি সরকারের ন’বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি নিজে সরকারের প্রচার কর্মসূচির সূচনা করবেন। বেশ কয়েকটি সমাবেশে অংশ নেবেন তিনি। বিজেপি সূত্রের খবর, তিন ধাপে গোটা কর্মসূচি পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

advertisement

পুরো কর্মসূচি পরিচালনার জন্য জাতীয় স্তরে ১৪ সদস্যের একটি কমিটি আর রাজ্য স্তরে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।পাশাপাশি কর্মসূচি সঠিকভাবে পালিত হচ্ছে কি না তা দেখার জন্য বেশ কিছু দুই সদস্যের টিম গঠন করা হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

২৯ মে থেকে শুরু হবে দ্বিতীয় স্তরের প্রচার, চলবে ২০ জুন পর্যন্ত। সেই দফায় লোকসভা এবং বিধানসভা স্তরে প্রচার চালানো হবে। এরপর তৃতীয় দফায় প্রচার শুরু হবে ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। এই পর্যায়ে একেবারে বাড়ি-বাড়ি প্রচারে যাবেন বিজেপি নেতারা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Modi in Rajasthan : নবম বর্ষপূর্তিতে কেন্দ্রের সাফল্য প্রচারে ৩১ মে রাজস্থানের আজমেড়ে সভা মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল