রাজনৈতিক মহল অবশ্য অন্য অঙ্ক দেখছে। চলতি বছরের শেষের দিকে রা্জস্থানে বিধানসভা নির্বাচন। কংগ্রেস শাসিত এই রাজ্যে পাইলট-গেহলট গোষ্ঠীদ্বন্দ্বের জেরে যথেষ্ট অস্বস্তিতে দলের হাইকম্যান্ড। আর একারণেই মোদিকে সামনে রেখে এবার প্রচার শুরু করে দিচ্ছে পদ্ম শিবির।
অবশ্য নরেন্দ্র মোদি সরকারের নবম বর্ষপূর্তিতে কেন্দ্রের সাফল্য প্রচারের জন্য ইতিমধ্যেই দেশ জুড়ে সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। আগামী ৩০ মে থেকে ৩০ জুন পর্যন্ত, অর্থাৎ পরবর্তী এক মাস ধরে চলবে মহা জন সম্পর্ক অভিযান নামে ওই প্রচার কর্মসূচি। দেশের ৫৪৩টি লোকসভা আসনেই প্রচারে নামার পরিকল্পনা রয়েছে বিজেপি নেতৃত্বের।
advertisement
ওই সব জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির জাতীয় স্তরের নেতারা। কেন্দ্রের বিজেপি সরকারের ন’বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি নিজে সরকারের প্রচার কর্মসূচির সূচনা করবেন। বেশ কয়েকটি সমাবেশে অংশ নেবেন তিনি। বিজেপি সূত্রের খবর, তিন ধাপে গোটা কর্মসূচি পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুরো কর্মসূচি পরিচালনার জন্য জাতীয় স্তরে ১৪ সদস্যের একটি কমিটি আর রাজ্য স্তরে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।পাশাপাশি কর্মসূচি সঠিকভাবে পালিত হচ্ছে কি না তা দেখার জন্য বেশ কিছু দুই সদস্যের টিম গঠন করা হয়েছে।
২৯ মে থেকে শুরু হবে দ্বিতীয় স্তরের প্রচার, চলবে ২০ জুন পর্যন্ত। সেই দফায় লোকসভা এবং বিধানসভা স্তরে প্রচার চালানো হবে। এরপর তৃতীয় দফায় প্রচার শুরু হবে ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। এই পর্যায়ে একেবারে বাড়ি-বাড়ি প্রচারে যাবেন বিজেপি নেতারা।