TRENDING:

দুর্নীতির বিরুদ্ধে কড়া আইন দরকার, বিরোধীরা যতই কাঁদুক: মোদি

Last Updated:

গত রবিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ঘনিষ্ঠদের বাড়িতে দিল্লি, ভোপাল, ইন্দোর ও গোয়ায় হানা দেয় আয়কর বিভাগ৷ এঁদের মধ্যে কমল নাথের ভাইপো ও ঘনিষ্ঠ আর কে মিগলানিও ছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দুর্নীতি নিয়ে কংগ্রেস-সহ বিরোধীদের তুলোধনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাঁর অভিযোগ, ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি থেকে শুরু করে পশুখাদ্য কেলেঙ্কারি, সবই তো কংগ্রেস আমলেই হয়েছে৷
advertisement

advertisement

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ঘনিষ্ঠদের বাড়িতে আয়কর বিভাগের হানার প্রসঙ্গে News18 Network Group-এর এডিটর ইন চিফ রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাত্‍‌কারে মোদি বলেন, 'বিজেপি সরকার এই ধরনের দুর্নীতি রুখতে ব্যবস্থা নিয়েছে৷' এরপরই কমলনাথকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, 'ভ্রষ্টা নাথ যা ইচ্ছে বলতে পারেন, তাতে কিছু এসে যায় না৷ দুর্নীতি রুখতে ব্যবস্থা নিতেই হবে৷ দুর্নীতিগুলোকে তো সব ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল৷ আমরা ভাবলাম, তদন্ত দরকার৷ তা হলেই দুর্নীতিবাজদের পিছনে যারা আছে, তারা বেরিয়ে আসবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

গত রবিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ঘনিষ্ঠদের বাড়িতে দিল্লি, ভোপাল, ইন্দোর ও গোয়ায় হানা দেয় আয়কর বিভাগ৷ এঁদের মধ্যে কমল নাথের ভাইপো ও ঘনিষ্ঠ আর কে মিগলানিও ছিলেন৷ ৬টি লোকেশনে হানা দিয়ে ৯ কোটি টাকা উদ্ধার করে আয়কর বিভাগ৷ এি হানার বিষয়ে কমল নাথের প্রতিক্রিয়া ছিল, আয়কর হানার বিস্তারিত জানা যায়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
দুর্নীতির বিরুদ্ধে কড়া আইন দরকার, বিরোধীরা যতই কাঁদুক: মোদি